আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮২২
৩৫৭- নাম পরিবর্তন করা।
৮২২. সাহল বলেনঃ আবু উসায়দের পুত্র মুনযির ভূমিষ্ঠ হইলে তাহাকে নবী করীম (ﷺ)-এর খেদমতে উপস্থিত করা হইল। তিনি তাহাকে তাঁহার উরুর উপর লইলেন। আবু উসায়দ তখন সম্মুখেই উপবিষ্ট ছিলেন। এমন সময় নবী করীম (ﷺ) কি একটি ব্যাপারে একটু ধ্যানস্থ হইয়া পড়িলেন এবং আবু উসায়দকে তাহার শিশু-সন্তানকে সরাইতে বলিলেন। সন্তানটিকে সরান হইল অতঃপর যখন তিনি ধ্যানমুক্ত হইলেন তখন বলিলেনঃ শিশুটি কোথায় ? আবু উসায়দ বলিলেন, তাহাকে তো ঘরে পাঠাইয়া দিয়াছি ইয়া রাসূলাল্লাহ্! বলিলেন, তাহার নাম কি? বলিলেন, অমুক। তিনি বলিলেনঃ না বরং তাহার নাম হইবে মুনযির। সেদিন হইতে তিনি তাহার নাম মুনযির রাখিলেন।
بَابُ تَحْوِيلِ الاسْمِ إِلَى الاسْمِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ‏:‏ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ قَالَ‏:‏ أُتِيَ بِالْمُنْذِرِ بْنِ أَبِي أُسَيْدٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ وُلِدَ، فَوَضَعَهُ عَلَى فَخِذِهِ، وَأَبُو أُسَيْدٍ جَالِسٌ، فَلَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم بِشَيْءٍ بَيْنَ يَدَيْهِ، وَأَمَرَ أَبُو أُسَيْدٍ بِابْنِهِ فَاحْتُمِلَ مِنْ فَخِذِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَاسْتَفَاقَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ‏:‏ أَيْنَ الصَّبِيُّ‏؟‏ فَقَالَ أَبُو أُسَيْدٍ‏:‏ قَلَبْنَاهُ يَا رَسُولَ اللهِ، قَالَ‏:‏ مَا اسْمُهُ‏؟‏ قَالَ‏:‏ فُلاَنٌ، قَالَ‏:‏ لاَ، لَكِنِ اسْمُهُ الْمُنْذِرُ، فَسَمَّاهُ يَوْمَئِذٍ الْمُنْذِرَ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান