আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮১২
৩৫১- অমুসলিমদের শিশু-সন্তানকে বৎস সম্বোধন
৮১২. সা’আব ইব্ন হাকীম তদীয় পিতা হইতে এবং তিনি তদীয় পিতা অর্থাৎ সা’আবের দাদা হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ একদা আমি হযরত উমর (রাযিঃ)-এর খিদমতে উপনীত হইলাম। তিনি আমাকে ভাতিজা বলিয়া সম্বোধন করিতে লাগিলেন। অতঃপর তিনি আমার বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলেন। তখন তাঁহার কাছে আমার পিতার ইসলাম গ্রহণ না করার কথা ফাঁস হইয়া পড়িল। তখন তিনি আমাকে ‘হে বৎস’ ‘হে বৎস’ বলিয়া সম্বোধন করিতে লাগিলেন।
بَابُ قَوْلِ الرَّجُلِ: يَا بُنَيَّ، لِمَنْ أَبُوهُ لَمْ يُدْرِكِ الإسْلامَ
حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا مَحْبُوبُ بْنُ مُحْرِزٍ الْكُوفِيُّ، قَالَ: حَدَّثَنَا الصَّعْبُ بْنُ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: أَتَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَجَعَلَ يَقُولُ: يَا ابْنَ أَخِي، ثُمَّ سَأَلَنِي؟ فَانْتَسَبْتُ لَهُ، فَعَرَفَ أَنَّ أَبِي لَمْ يُدْرِكِ الإِسْلاَمَ، فَجَعَلَ يَقُولُ: يَا بُنَيَّ يَا بُنَيَّ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮১৩
৩৫১- অমুসলিমদের শিশু-সন্তানকে বৎস সম্বোধন
৮১৩. হযরত আনাস (রাযিঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-এর খেদমতে (ভৃত্যরূপে) নিয়োজিত ছিলাম। সর্বদা অনুমতি গ্রহণ ব্যতিরেকেই ঘরে প্রবেশ করিতাম। একদা বাহির হইতে আসিতেই তিনি বলিলেনঃ বৎস, তোমার অনুপস্থিতিতে একটি ব্যাপার ঘটিয়া গিয়াছে। (ঘরে ঢুকিতে অনুমতি গ্রহণের আদেশ সংক্রান্ত আয়াত নাযিলের প্রতি ইঙ্গিত) এখন অনুমতি গ্রহণ ব্যতিরেকে ঘরে ঢুকিও না।
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللهِ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ سَلْمٍ الْعَلَوِيِّ قَالَ: سَمِعْتُ أَنَسًا يَقُولُ: كُنْتُ خَادِمًا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: فَكُنْتُ أَدْخُلُ بِغَيْرِ اسْتِئْذَانٍ، فَجِئْتُ يَوْمًا، فَقَالَ: كَمَا أَنْتَ يَا بُنَيَّ، فَإِنَّهُ قَدْ حَدَثَ بَعْدَكَ أَمْرٌ: لا تَدْخُلَنَّ إِلا بِإِذْنٍ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮১৪
৩৫১- অমুসলিমদের শিশু-সন্তানকে বৎস সম্বোধন
৮১৪. হযরত আবু সা’সা বলেন, হযরত আবু সাঈদ খুদ্রী (রাযিঃ) তাহাকে বৎস বলিয়া সম্বোধন করিয়াছেন।
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنِ ابْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ لَهُ: يَا بُنَيَّ.

তাহকীক:
তাহকীক চলমান