আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৬৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩২৬- কেউ অন্যের মুখে নিজের প্রশংসা শুনলে কি বলবে?
৭৬৬. আদী ইবন আরতাহ বলেন, নবী করীম (ﷺ)-এর কোন সাহাবীর যখন প্রশংসা বর্ণনা করা হইত তখন তিনি বলিতেন, হে আল্লাহ্! উহারা যাহা বলে তজ্জন্য আমাকে পাকড়াও করিও না এবং উহারা যে ব্যাপারে জ্ঞাত নহে সে ব্যাপারে আমাকে ক্ষমা করিও।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَا يَقُولُ الرَّجُلُ إِذَا زُكِّيَ
حَدَّثَنَا مَخْلَدُ بْنُ مَالِكٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللهِ الْمُزَنِيِّ، عَنْ عَدِيِّ بْنِ أَرْطَأَةَ قَالَ‏:‏ كَانَ الرَّجُلُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذَا زُكِّيَ قَالَ‏:‏ اللَّهُمَّ لاَ تُؤَاخِذْنِي بِمَا يَقُولُونَ، وَاغْفِرْ لِي مَا لا يَعْلَمُونَ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৬৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩২৬- কেউ অন্যের মুখে নিজের প্রশংসা শুনলে কি বলবে?
৭৬৭. আবু কিলাবা বলেন, আবু আব্দুল্লাহ্ আবু মাসউদকে বলিলেন অথবা ইবন মাসউদ আবু আব্দুল্লাহকে বলিলেন ও (রাবীর সন্দেহ) আন্দাজ অনুমান সম্পর্কে আপনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে কি বলিতে শুনিয়াছেন? জবাবে তিনি বলিলেন, তিনি বলিয়াছেনঃ লােকের কি মন্দ বাহনই না এই আন্দাজ অনুমানটা।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، أَنَّ أَبَا عَبْدِ اللهِ قَالَ لأَبِي مَسْعُودٍ، أَوْ أَبُو مَسْعُودٍ قَالَ لأَبِي عَبْدِ اللهِ‏:‏ مَا سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي ‏(‏ زَعَمَ ‏)‏‏؟‏ قَالَ‏:‏ بِئْسَ مَطِيَّةُ الرَّجُلِ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৬৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩২৬- কেউ অন্যের মুখে নিজের প্রশংসা শুনলে কি বলবে?
৭৬৮. আব্দুল্লাহ্ ইবন আমির সাহাবী আবু মাসউদ-কে লক্ষ্য করিয়া বলিলেন ও হে আবুু মাসউদ! লােকে ধারণা করিয়াছে (জাতীয় কথা) সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে আপনি কি বলিতে শুনিয়াছেন? জবাবে তিনি বলিলেন ও আমি তাহাকে বলিতে শুনিয়াছি উহা লােকের কি মন্দ বাহন এবং তাহাকে আরাে বলিতে শুনিয়াছি, মুমিনকে অভিসম্পাত দেওয়া তাহাকে হত্যার সমতুল্য।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ الْيَمَامِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَامِرٍ قَالَ‏:‏ يَا أَبَا مَسْعُودٍ، مَا سَمِعْتَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي زَعَمُوا‏؟‏ قَالَ‏:‏ سَمِعْتُهُ يَقُولُ‏:‏ بِئْسَ مَطِيَّةُ الرَّجُلِ، وَسَمِعْتُهُ يَقُولُ‏:‏ لَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ‏.‏
tahqiq

তাহকীক: