আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৪৮
৩১৩- মেহমান মেজবানের অসুবিধা করিয়া থাকিবে না
৭৪৮. হযরত আবু শুরায়হ্ কা'বী (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন ও যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি বিশ্বাসী তাহার উচিত উত্তম কথা বলা অথবা মৌনতা অবলম্বন করা। যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতের দিনে বিশ্বাসী তাহার উচিত তাহার মেহমানকে সম্মান করা। তাহার বিশেষ আতিথ্য হইতেছে একদিন একরাত্রি। আর সাধারণ আতিথ্য হইতেছে তিনদিন পর্যন্ত। উহার উপরে যাহা হইবে তাহা সাদাকা বলিয়া গণ্য হইবে। আর মেহমানের পক্ষে উচিত হইবে না মে্যবানের বাড়িতে এত বেশী অবস্থান করা যাহাতে সে অসুবিধা বােধ করে।
بَابُ لَا يُقِيمُ عِنْدَهُ حَتَّى يُحْرِجَهُ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ ، عَنْ أَبِي شُرَيْحٍ الْكَعْبِيِّ ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ جَائِزَتَهُ يَوْمٌ وَلَيْلَةٌ ، وَالضِّيَافَةُ ثَلاثَةُ أَيَّامٍ ، فَمَا بَعْدَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ ، وَلا يَحِلُّ لَهُ أَنْ يَثْوِيَ عِنْدَهُ حَتَّى يُحْرِجَهُ

তাহকীক:
তাহকীক চলমান
