আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৪৫
৩১০. নিজের মেহমানের সম্মান ও যত্ন করা
৭৪৫. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, একদা এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর খিদমতে (মেহমানরূপে) উপস্থিত হইলেন। তিনি তাহাকে তাহার সহধর্মিণীগণের নিকট (আহার্য গ্রহণের) জন্য পাঠাইলেন। তাহারা জানাইলেন, আমাদের কাছে পানি ছাড়া খাওয়ার মত কিছুই নাই। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) (সমবেত সাহাবীগণকে লক্ষ্য করিয়া) বলিলেন, কে ইহাকে মেহমানরূপে গ্রহণ করিবে ? তখন আনসারদের মধ্য হইতে একজন বলিয়া উঠিলেন, আমি আছি। তখন তিনি তাহাকে নিয়া তাহার স্ত্রীর কাছে গিয়া উপস্থিত হইলেন এবং বলিলেনঃ ওহে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মেহমানের প্রতি সম্মান প্রদর্শন কর। তিনি জবাব দিলেন, ছেলেমেয়ের রাত্রের খাবার ছাড়া ঘরে যে আর কিছুই নাই। তিনি বলিলেনঃ খাবার প্রস্তুত করিবে, বাতি ঠিক রাখিবে এবং ছেলেমেয়েদের যখন রাত্রের খাবার খাইতে চাহিবে তখন কোন প্রকারে প্রবােধ দিয়া তাহাদিগকে শােয়াইয়া দিবে। মহিলাটি (স্বামীর কথামত) খাবার প্রস্তুত করিলেন, বাতি ঠিক করিলেন এবং তাহার শিশু-সন্তানদের শােয়াইয়া দিলেন এবং অন্ধকারে তাহারাও খাইতেছেন এটা বােঝানাের জন্য বাতি (অর্থাৎ উহার শলতে) ঠিক করার ছুতায় উহা নিভাইয়া দিলেন অথচ প্রকৃতপক্ষে রাতে তাহারা উপবাসেই কাটাইয়াছিলেন। অতঃপর যখন ভােরে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে গেলেন তখন তিনি বলিলেনঃ আল্লাহ্ তা'আলা তােমাদের (গতরাতের) কার্যকলাপে হাসিয়াছেন। (অর্থাৎ অত্যন্ত পছন্দ করিয়াছেন) এবং আয়াত অবতীর্ণ করিয়াছেনঃ يُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ “এবং তাহারা নিজের উপর অন্যকে অগ্রাধিকার দিয়া থাকে. যদিও বা নিজেরা ক্ষুধার্তই থাকে। আর যাহারা স্বভাবজাত লােভ-লালসা ও কামনা হইতে রক্ষা পাইয়াছে, তাহারাই সফলকাম।” (সূরা হাশর ৯)
بَابُ إِكْرَامِ الضَّيْفِ وَخِدْمَتِهِ إِيَّاهُ بِنَفْسِهِ
حَدَّثَنَا مُسَدَّدٌ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ ، عَنْ أَبِي حَازِمٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، " أَنَّ رَجُلا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَبَعَثَ إِلَى نِسَائِهِ ، فَقُلْنَ : مَا مَعَنَا إِلا الْمَاءُ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ يَضُمُّ ، أَوْ يُضِيفُ هَذَا ؟ فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ : أَنَا ، فَانْطَلَقَ بِهِ إِلَى امْرَأَتِهِ ، فَقَالَ : أَكْرِمِي ضَيْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَتْ : مَا عِنْدَنَا إِلا قُوتٌ لِلصِّبْيَانِ ، فَقَالَ : هَيِّئِي طَعَامَكِ ، وَأَصْلِحِي سِرَاجَكِ ، وَنَوِّمِي صِبْيَانَكِ إِذَا أَرَادُوا عَشَاءً ، فَهَيَّأَتْ طَعَامَهَا ، وَأَصْلَحَتْ سِرَاجَهَا ، وَنَوَّمَتْ صِبْيَانَهَا ، ثُمَّ قَامَتْ كَأَنَّهَا تُصْلِحُ سِرَاجَهَا فَأَطْفَأَتْهُ ، وَجَعَلا يُرِيَانِهِ أَنَّهُمَا يَأْكُلانِ ، وَبَاتَا طَاوِيَيْنِ ، فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَقَدْ ضَحِكَ اللَّهُ ، أَوْ : عَجِبَ مِنْ فَعَالِكُمَا ، وَأَنْزَلَ اللَّهُ : وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা