আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৭১২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯৪. শাসকের পক্ষ হইতে যুলুমের ভয় হইলে
৭১২. হযরত আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) বলেন, যখন তােমাদের কাহারাে উপর এমন শাসক নিযুক্ত থাকে যাহার কঠোরতা বা যুলুমের ভয় থাকে, তখন তাহার উচিত এরূপ দু'আ করাঃ اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ ، كُنْ لِي جَارًا مِنْ فُلانِ بْنِ فُلانٍ وَأَحْزَابِهِ مِنْ خَلائِقِكَ ، أَنْ يَفْرُطَ عَلَيَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ يَطْغَى ، عَزَّ جَارُكَ ، وَجَلَّ ثَنَاؤُكَ ، وَلا إِلَهَ إِلا أَنْتَ “হে সাত আসমানের প্রতিপালক! হে মহান আরশের অধিপতি! তুমি আমার প্রতিবেশী হও। তােমার সৃষ্টিসমূহের মধ্যকার অমুকের পুত্র অমুকের এবং তাহার বাহিনীর মােকাবিলায় যেন তাহাদের কেহ আমার প্রতি বাড়াবাড়ি বা অবিচার করিতে না পারে। তােমার প্রতিবেশী মহিমান্বিত, তােমার প্রশংসা মহিমামণ্ডিত এবং তুমি ব্যতীত আর কোন উপাস্য নাই।”
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِذَا خَافَ السُّلْطَانَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ ، قَالَ : حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ ، عَنِ الأَعْمَشِ ، قَالَ : حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ عُقْبَةَ ، قَالَ : سَمِعْتُ الْحَارِثَ بْنَ سُوَيْدٍ ، يَقُولُ : قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ : " إِذَا كَانَ عَلَى أَحَدِكُمْ إِمَامٌ يَخَافُ تَغَطْرُسَهُ أَوْ ظُلْمَهُ ، فَلْيَقُلِ : اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ ، كُنْ لِي جَارًا مِنْ فُلانِ بْنِ فُلانٍ وَأَحْزَابِهِ مِنْ خَلائِقِكَ ، أَنْ يَفْرُطَ عَلَيَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ يَطْغَى ، عَزَّ جَارُكَ ، وَجَلَّ ثَنَاؤُكَ ، وَلا إِلَهَ إِلا أَنْتَ
তাহকীক: