আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭০৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯২- বিপদাপদের সময় দেয়া করা।
৭০৫. হযরত ইবন আব্বাস (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বিপদ-আপদকালে এই দুআ পড়িতেনঃ لا إِلَهَ إِلا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لا إِلَهَ إِلا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيمِ “মহান ও পরম সহনশীল আল্লাহ্ ব্যতীত অন্য কোন উপাস্য নাই। আসমানসমূহ ও যমীনের প্রতিপালক এবং মহান আরশের অধিপতি আল্লাহ্ ব্যতীত নাই অন্য কোন মা’বূদ।”
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الدُّعَاءِ عِنْدَ الْكَرْبِ
حَدَّثَنَا مُسْلِمٌ ، قَالَ : حَدَّثَنَا هِشَامٌ ، قَالَ : حَدَّثَنَا قَتَادَةُ ، عَنْ أَبِي الْعَالِيَةِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : " كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو عِنْدَ الْكَرْبِ : لا إِلَهَ إِلا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لا إِلَهَ إِلا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيمِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭০৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯২- বিপদাপদের সময় দেয়া করা।
০৬. আব্দুর রহমান ইবন আবু বাকরার প্রমুখাৎ বর্ণিত আছে যে, তিনি তাহার পিতা হযরত আবু বাকরা (রাযিঃ)-কে বলিলেন ও আব্বা আমি আপনাকে প্রত্যুষে দুআ করিতে শুনিঃ اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي ، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي ، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي ، لا إِلَهَ إِلا أَنْتَ “হে আল্লাহ্! আমার শরীর নিরাময় রাখ! হে আল্লাহ্! আমার কান নিরাময় রাখ! হে আল্লাহ্! আমার চক্ষু নিরাময় রাখ। তুমি ছাড়া যে কোন উপাস্য নাই।” আপনি বিকালে তিনবার উহা আবৃত্তি করেন এবং সকালে তিনবার উহা আবৃত্তি করেন এবং আপনি আরও বলিয়া থাকেনঃ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ ، لا إِلَهَ إِلا أَنْتَ “হে আল্লাহ্! আমি তােমার দরবারে কুফর ও দারিদ্র্ হইতে আশ্রয় প্রার্থনা করিতেছি। হে আল্লাহ্! আমি কবরের আযাত হইতে তােমার দরবারে শরণ চাহিতেছি।” তুমি ছাড়া যে অন্য কোন উপাস্য নাই। উহাও আপনি বিকালে তিনবার এবং সকালে তিনবার পড়িয়া থাকেন। তখন তিনি বলিলেন, হ্যাঁ ব্যস। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এই কথাগুলি বলিতে (অর্থাৎ এইরূপ দুআ করিতে) শুনিয়াছি এবং আমি তাঁহার সুন্নত-এর অনুকরণ করিতে ভালবাসি।
তিনি আরও বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইয়াছেনও বিপদগ্রস্ত লােকের দুআ হইতেছেঃ اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو ، وَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ ، لا إِلَهَ أَلا أَنْتَ “হে আল্লাহ্! আমি তােমার রহমতের আশা রাখি। একটি মুহূর্তের তরেও তুমি আমাকে আমার নিজের নফসের উপর ছাড়িয়া দিও না। আমার সমূহ অবস্থা তুমি দুরুস্ত করিয়া দাও। তুমি ছাড়া কোন উপাস্য নাই।”
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْجَلِيلِ ، عَنْ جَعْفَرِ بْنِ مَيْمُونٍ ، قَالَ : حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ ، أَنَّهُ قَالَ لأَبِيهِ : " يَا أَبَتِ ، إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ : اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي ، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي ، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي ، لا إِلَهَ إِلا أَنْتَ ، تُعِيدُهَا ثَلاثًا حِينَ تُمْسِي ، وَحِينَ تُصْبِحُ ثَلاثًا ، وَتَقُولُ : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ ، لا إِلَهَ إِلا أَنْتَ ، تُعِيدُهَا ثَلاثًا حِينَ تُمْسِي ، وَحِينَ تُصْبِحُ ثَلاثًا ، فَقَالَ : نَعَمْ ، يَا بُنَيَّ ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِهِنَّ ، وَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ

قَالَ : قَالَ : وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " دَعَوَاتُ الْمَكْرُوبِ : اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو ، وَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ ، لا إِلَهَ أَلا أَنْتَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭০৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯২- বিপদাপদের সময় দেয়া করা।
৭০৭. হযরত ইবন আব্বাস (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বিপদ-আপদকালে বলিতেন, لا إِلَهَ إِلا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لا إِلَهَ إِلا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ، لا إِلَهَ إِلا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ ، اللَّهُمَّ اصْرِفْ شَرَّهُ “মহান ও পরম সহিষ্ণু আল্লাহ্ ব্যতীত অপর কোন উপাস্য নাই। নাই মহান আরশের অধিপতি ভিন্ন কোন মা’বূদ। আসমানসমূহ ও যমীনের এবং সম্মানিত আরশের প্রতিপালক আল্লাহ্ ভিন্ন অন্য কোন উপাস্য নাই। হে আল্লাহ্! উহার অনিষ্ট তুমি দূর করিয়া দাও।”
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الْخَطَّابِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرَةَ ، قَالَ : حَدَّثَنِي رَاشِدٌ أَبُو مُحَمَّدٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ، قَالَ : سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ، يَقُولُ : " كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عِنْدَ الْكَرْبِ : لا إِلَهَ إِلا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لا إِلَهَ إِلا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ، لا إِلَهَ إِلا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ ، اللَّهُمَّ اصْرِفْ شَرَّهُ
tahqiq

তাহকীক: