আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৯২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯০- মৃত্যুর জন্য দু'আ করা
৬৯২. হযরত কায়স বলেন, আমি হযরত খাব্বাবের নিকট (তাঁহার রোগশয্যায় তাঁহাকে দেখিতে যাই আর তিনি তাঁহার শরীরে গরম লোহার দ্বারা সাতটি দাগ দিয়া ছিলেন। তিনি তখন বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যদি মৃত্যুর জন্য দু'আ করিতে আমাদিগকে বারণ না করিতেন, তবে আমি অবশ্যই মৃত্যুর জন্য দু'আ করিতাম।১
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الدُّعَاءِ عِنْدَ الْمَوْتِ
حَدَّثَنَا مُسَدَّدٌ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى ، عَنْ إِسْمَاعِيلَ قَالَ : حَدَّثَنِي قَيْسٌ ، قَالَ : " أَتَيْتُ خَبَّابًا ، وَقَدِ اكْتَوَى سَبْعًا ، وَقَالَ : لَوْلا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ