আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৬৬
২৮৭- আল্লাহর পথে জিহাদে কাতারবন্দির সময় দু'আ
৬৬৬. হযরত সাহল ইব্ন সা'দ (রাযিঃ) বলেন, দুইটি মুহূর্ত এমন যখন আসমানের দরজা উন্মুক্ত করা হইয়া থাকে এবং খুব কম যাচ্ঞাকারীর যাচ্ঞাই এই দুই সময় প্রত্যাখ্যাত হইয়া থাকে। ১. যখন যুদ্ধগমনের উদ্দেশ্যে লোক সমাবেশের আহবান ধ্বনি ঘোষিত হয় এবং ২. আল্লাহর রাস্তায় জিহাদে সৈনিকরা কাতারবন্দি হয়।
بَابُ الدُّعَاءِ عِنْدَ الصَّفِّ فِي سَبِيلِ اللَّهِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنْ أَبِي حَازِمٍ ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ، قَالَ : " سَاعَتَانِ تُفْتَحُ لَهُمَا أَبْوَابُ السَّمَاءِ ، وَقَلَّ دَاعٍ تُرَدُّ عَلَيْهِ دَعْوَتُهُ : حِينَ يَحْضُرُ النِّدَاءُ ، وَالصَّفُّ فِي سَبِيلِ اللَّهِ

তাহকীক:
তাহকীক চলমান