আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৫৬
২৮৩- দীর্ঘায়ুর জন্য দু'আ করা
৬৫৬. হযরত উম্মু কায়স (রাযিঃ) বলেন : নবী করীম (ﷺ) বলেন : যাহা সে বলিয়াছে তদ্রূপ তাহার হায়াত দরাজ হউক। রাবী বলেন : তাহার মত এত দীর্ঘায়ু আর কোন নারীরই ভাগ্যে জুটে নাই।
بَابُ مَنْ دَعَا بِطُولِ الْعُمُرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ ، قَالَ : حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، عَنْ أَبِي الْحَسَنِ مَوْلَى أُمِّ قَيْسِ ابْنَةِ مِحْصَنٍ ، عَنْ أُمِّ قَيْسٍ ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ لَهَا : " مَا قَالَتْ : طَالَ عُمْرُهَا ؟ وَلا نَعْلَمُ امْرَأَةً عُمِّرَتْ مَا عُمِّرَتْ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬৫৭
২৮৩- দীর্ঘায়ুর জন্য দু'আ করা
৬৫৭. হযরত আনাস (রাযিঃ) বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) প্রায়ই আমাদের ঘরে তাশরীফ আনিতেন। একদা তিনি তাশরীফ আনিলেন এবং আমাদের (পরিবারের সকলের) জন্য দু'আ করিলেন। (আমার মাতা) উম্মু সুলায়ম বলিলেন : আপনার এই ছোট্ট খাদেমটির জন্য দু'আ করছেন না কেন, ইয়া রাসূলাল্লাহ্! তখন তিনি এভাবে দু'আ করিলেন: اللَّهُمَّ ، أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ ، وَأَطِلْ حَيَاتَهُ ، وَاغْفِرْ لَهُ “প্রভু! তাহার সম্পদ ও সন্তান বৃদ্ধি করুন, তাহার হায়াত দারাজ করুন এবং তাহাকে মাগফিরাত দান করুন। তাঁহার তিনটি দু'আর ফল তো এভাবে প্রত্যক্ষ করিয়াছি যে একশত তিনটি সন্তানকে নিজ হাতে দাফন করিয়াছি। আমার বাগানের ফসল বছরে দুইবার উঠানো হয় এবং আমার আয়ু এতই দীর্ঘ হইয়াছে যে, অধিক বয়সের জন্য আমি রীতিমত লজ্জাবোধ করি। এখন (চতুর্থ বস্তু যাহা উক্ত দু'আর মধ্যে ছিল) মাগফিরাতের আশা করিতেছি।
حَدَّثَنَا عَارِمٌ ، قَالَ : حَدَّثَنَا سَعِيدُ بْنُ زَيْدٍ ، عَنْ سِنَانٍ ، قَالَ : حَدَّثَنَا أَنَسٌ ، قَالَ : " كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ عَلَيْنَا ، أَهْلَ الْبَيْتِ ، فَدَخَلَ يَوْمًا ، فَدَعَا لَنَا ، فَقَالَتْ أُمُّ سُلَيْمٍ : خُوَيْدِمُكَ أَلا تَدْعُو لَهُ ؟ قَالَ : اللَّهُمَّ ، أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ ، وَأَطِلْ حَيَاتَهُ ، وَاغْفِرْ لَهُ ، فَدَعَا لِي بِثَلاثٍ ، فَدَفَنْتُ مِائَةً وَثَلاثَةً ، وَإِنَّ ثَمَرَتِي لَتُطْعِمُ فِي السَّنَةِ مَرَّتَيْنِ ، وَطَالَتْ حَيَاتِي حَتَّى اسْتَحْيَيْتُ مِنَ النَّاسِ ، وَأَرْجُو الْمَغْفِرَةَ

তাহকীক:
তাহকীক চলমান