আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১২ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৬৩২
২৭৯. অনুচ্ছেদ…
৬৩২. হযরত নাফি' বলেন, হযরত ইবন উমর (রাযিঃ) বলেনঃ আমি তো আমার প্রত্যেক ব্যাপারেই দু'আ করিয়া থাকি, এমন কি আমার বাহন জন্তুকে দ্রুত গতিসম্পন্ন করিয়া দেওয়ার জন্য আমি দু'আ করিয়া থাকি। ইহার যে ফল আমি প্রত্যক্ষ করি তাহাতে আমার আনন্দই হয়।
بَابٌ
حَدَّثَنَا حَدَّثَنَا عُبَيْدُ بْنُ يَعِيشَ ، قَالَ : حَدَّثَنَا يُونُسُ ، عَنِ ابْنِ إِسْحَاقَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : " إِنِّي لأَدْعُو فِي كُلِّ شَيْءٍ مِنْ أَمْرِي حَتَّى أَنْ يُفْسِحَ اللَّهُ فِي مَشْيِ دَابَّتِي ، حَتَّى أَرَى مِنْ ذَلِكَ مَا يَسُرُّنِي
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩৩
২৭৯. অনুচ্ছেদ…
৬৩৩. আমর ইবন মাইমুন আল-আওদী বলেন, হযরত উমর (রাযিঃ)-এর দু'আসমূহের মধ্যে একটি দু'আ ছিলঃ اللَّهُمَّ تَوَفَّنِي مَعَ الأَبْرَارِ ، وَلا تُخَلِّفْنِي فِي الأَشْرَارِ ، وَأَلْحِقْنِي بِالأَخْيَارِ “প্রভু, সৎকর্মশীলদের সাথে আমাকে মৃত্যু দান কর, অসৎদের মধ্যে আমাকে ছাড়িয়া দিও না এবং উত্তম লোকদের সাথে আমার মিলন ঘটাও।”
حَدَّثَنَا حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ، قَالَ : حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ أَبُو مُعَاوِيَةَ ، قَالَ : حَدَّثَنَا مُهَاجِرٌ أَبُو الْحَسَنِ ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الأَوْدِيِّ ، عَنْ عُمَرَ ، أَنَّهُ كَانَ فِيمَا يَدْعُو : " اللَّهُمَّ تَوَفَّنِي مَعَ الأَبْرَارِ ، وَلا تُخَلِّفْنِي فِي الأَشْرَارِ ، وَأَلْحِقْنِي بِالأَخْيَارِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩৪
২৭৯. অনুচ্ছেদ…
৬৩৪. হযরত শাকীক বলেন, হযরত আব্দুল্লাহ্ প্রায়ই এরূপ দু'আ করিতেনঃ رَبَّنَا أَصْلِحْ بَيْنَنَا ، وَاهْدِنَا سَبِيلَ الإِسْلامِ ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ ، وَاصْرِفْ عَنَّا الْفَوَاحِشَ مَا ظَهْرَ مِنْهَا وَمَا بَطَنَ ، وَبَارِكْ لَنَا فِي أَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُلُوبِنَا وَأَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا ، وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ ، وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعْمَتِكَ ، مُثْنِينَ بِهَا ، قَائِلِينَ بِهَا ، وَأَتْمِمْهَا عَلَيْنَا “প্রভু, আমাদের মধ্যে সদ্ভাব বর্তমান রাখ। আমাদিগকে ইসলামের পথে পরিচালিত কর। আমাদিগকে অন্ধকার হইতে নিষ্কৃতি দিয়া আলোর পথে ধাবিত কর। বাহ্যিক ও গোপনীয় সর্বাধিক অশ্লীলতা হইতে আমাদিগকে মুক্ত রাখ। আমাদের শ্রবণেন্দ্রীয় ও দর্শনেন্দ্রীয়রাজি অন্তরসমূহ এবং আমাদের স্ত্রী-পুত্রদের মধ্যে বরকত দান কর। আমাদের তাওবা কবূল কর। কেননা তুমিই তাওবা কবূলকারী। অতি দয়ালু। আমাদিগকে তোমার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ, উহার প্রশংসাকারী ও স্বীকারোক্তিকারী বানাইয়া লও এবং উহা আমাদের জন্য পূর্ণ করিয়া দাও।"
حَدَّثَنَا حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ ، قَالَ : حَدَّثَنَا أَبِي ، قَالَ : حَدَّثَنَا الأَعْمَشُ ، قَالَ : حَدَّثَنَا شَقِيقٌ ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ ، يُكْثِرُ أَنْ يَدْعُوَ بِهَؤُلاءِ الدَّعَوَاتِ : " رَبَّنَا أَصْلِحْ بَيْنَنَا ، وَاهْدِنَا سَبِيلَ الإِسْلامِ ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ ، وَاصْرِفْ عَنَّا الْفَوَاحِشَ مَا ظَهْرَ مِنْهَا وَمَا بَطَنَ ، وَبَارِكْ لَنَا فِي أَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُلُوبِنَا وَأَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا ، وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ ، وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعْمَتِكَ ، مُثْنِينَ بِهَا ، قَائِلِينَ بِهَا ، وَأَتْمِمْهَا عَلَيْنَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩৫
২৭৯. অনুচ্ছেদ…
৬৩৫. সাবিত বর্ণনা করেন, হযরত আনাস (রাযিঃ) যখন তাঁহার কোন ভাইয়ের জন্য দু'আ করিতেন তখন বলিতেনঃ আল্লাহ্ তা'আলা ইহার প্রতি সজ্জনদের দু'আ বর্ষণ করুন যাহারা যালিম বা অনাচারী নহেন, যাহারা রাত্রিকাল ইবাদত বন্দেগীতে এবং দিনের বেলা রোযা দ্বারা অতিবাহিত করিয়া থাকেন।
حَدَّثَنَا حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، قَالَ : حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ، عَنْ ثَابِتٍ ، قَالَ : كَانَ أَنَسٌ ، إِذَا دَعَا لأَخِيهِ ، يَقُولُ : " جَعَلَ اللَّهُ عَلَيْهِ صَلاةَ قَوْمٍ إِبْرَارٍ لَيْسُوا بِظَلَمَةٍ وَلا فُجَّارٍ ، يَقُومُونَ اللَّيْلَ ، وَيَصُومُونَ النَّهَارَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩৬
২৭৯. অনুচ্ছেদ…
৬৩৬. হযরত আমর ইব্‌ন হুরায়স (রাযিঃ) বলেন, আমার মা আমাকে নিয়া নবী করীম (ﷺ)-এর খিদমতে হাযির হন। তিনি আমার মাথায় হাত বুলাইয়া দেন এবং আমার রিযকের (জীবিকার) জন্য দু'আ করেন।
حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ ، قَالَ : حَدَّثَنَا ابْنُ الْيَمَانِ ، قَالَ : حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ، قَالَ : سَمِعْتُ عَمْرَو بْنَ حُرَيْثٍ ، يَقُولُ : " ذَهَبَتْ بِي أُمِّي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَمَسَحَ عَلَى رَأْسِي ، وَدَعَا لِي بِالرِّزْقِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩৭
২৭৯. অনুচ্ছেদ…
৬৩৭. আমর ইব্‌ন আব্দুল্লাহ্ রূমী (রাহঃ) বলেন, আমার পিতা বলিয়াছেন, হযরত আনাস ইবন মালিককে তাঁহার খানকায় অবস্থানকালে বলা হইল যে, আপনার জন্য আল্লাহর নিকট দু'আ করেন। তিনি এইভাবে দু'আ করিলেন : اللَّهُمَّ اغْفِرْ لَنَا ، وَارْحَمْنَا ، وَآتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً ، وَفِي الآخِرَةِ حَسَنَةً ، وَقِنَا عَذَابَ النَّارِ ، فَاسْتَزَادُوهُ ، فَقَالَ مِثْلَهَا ، فَقَالَ : إِنْ أُوتِيتُمْ هَذَا ، فَقَدْ أُوتِيتُمْ خَيْرَ الدُّنْيَا وَالآخِرَةِ “হে প্রভু! আমাদিগকে মার্জনা করুন, আমাদের প্রতি সদয় হউন, আমাদিগকে ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক কল্যাণ দান করুন এবং আমাদিগকে দোযখের আযাব হইতে রক্ষা করুন।” বলা হইল, আরো দু'আ করুন। তখন তিনি উহারই পুনরাবৃত্তি করিলেন। তিনি বলিলেন, তোমাদিগকে যদি ঐগুলি দান করা হয় তবে ইহলৌকিক ও পারলৌকিক সমূহ কল্যাণই তোমরা লাভ করিবে।
حَدَّثَنَا حَدَّثَنَا مُوسَى ، قَالَ : حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ الرُّومِيُّ ، قَالَ : أَخْبَرَنِي أَبِي ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : قِيلَ لَهُ : " إِنَّ إِخْوَانَكَ أَتَوْكَ مِنَ الْبَصْرَةِ وَهُوَ يَوْمَئِذٍ بِالزَّاوِيَةِ ، لِتَدْعُوَ اللَّهَ لَهُمْ ، قَالَ اللَّهُمَّ اغْفِرْ لَنَا ، وَارْحَمْنَا ، وَآتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً ، وَفِي الآخِرَةِ حَسَنَةً ، وَقِنَا عَذَابَ النَّارِ ، فَاسْتَزَادُوهُ ، فَقَالَ مِثْلَهَا ، فَقَالَ : إِنْ أُوتِيتُمْ هَذَا ، فَقَدْ أُوتِيتُمْ خَيْرَ الدُّنْيَا وَالآخِرَةِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩৮
২৭৯. অনুচ্ছেদ…
৬৩৮. হযরত আনাস ইবন মালিক (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) একটি গাছের ডাল ধরিয়া নাড়া দিলেন কিন্তু তাহাতে পাতা ঝরিল না। অতঃপর তিনি পুনরায় উহা ধরিয়া নাড়া দিলেন কিন্তু তাহাতেও উহার পাতা ঝরিল না। অতঃপর পুনরায় উহা ধরিয়া নাড়া দিলেন কিন্তু তাহাতেও উহার পাতা ঝরিল না। তখন তিনি বলিলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা-ইলাহা ইল্লাল্লাহ্। গুনাহ রাশিকে এরূপভাবে ঝরাইয়া দেয় যেমন গাছ তাহার পাতাসমূহকে (শরৎকালে) ঝরাইয়া দেয়।
بَابٌ
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ ، قَالَ : حَدَّثَنَا أَبُو رَبِيعَةَ سِنَانٌ ، قَالَ : حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ، قَالَ : " أَخَذَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غُصْنًا فَنَفَضَهُ فَلَمْ يَنْتَفِضْ ، ثُمَّ نَفَضَهُ فَلَمْ يَنْتَفِضْ ، ثُمَّ نَفَضَهُ فَانْتَفَضَ ، قَالَ : إِنَّ سُبْحَانَ اللَّهِ ، وَالْحَمْدَ لِلَّهِ ، وَلا إِلَهَ إِلا اللَّهُ ، يَنْفُضْنَ الْخَطَايَا كَمَا تَنْفُضُ الشَّجَرَةُ وَرَقَهَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩৯
২৭৯. অনুচ্ছেদ…
৬৩৯. হযরত আনাস (রাযিঃ) বলেন, একদা জনৈকা মহিলা নবী করীম (ﷺ)-এর খেদমতে নিজ অভাবের কথা ব্যক্ত করিল। তিনি বলিলেন, আমি কি তোমাকে উহার চাইতে উত্তম বস্তু শিক্ষা দিব না? শয়ন করিবার সময় তুমি ৩৩ বার লা-ইলাহা ইল্লাল্লাহ, ৩৩ বার সুবহানাল্লাহ্ এবং ৩৪ বার আল-হামদুলিল্লাহ্ বলিবে। এই ১০০ বার দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম।
بَابٌ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ، قَالَ : حَدَّثَنَا سَلَمَةُ ، قَالَ : سَمِعْتُ أَنَسًا ، يَقُولُ : " أَتَتِ امْرَأَةٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشْكُو إِلَيْهِ الْحَاجَةَ ، أَوْ بَعْضَ الْحَاجَةِ ، فَقَالَ : أَلا أَدُلُّكَ عَلَى خَيْرٍ مِنْ ذَلِكَ ؟ تُهَلِّلِينَ اللَّهَ ثَلاثِينَ عِنْدَ مَنَامِكِ ، وَتُسَبِّحِينَ ثَلاثًا وَثَلاثِينَ ، وَتَحْمَدِينَ أَرْبَعًا وَثَلاثِينَ ، فَتِلْكَ مِائَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৪০
২৭৯. অনুচ্ছেদ…
৬৪০. নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি একশত বার লা-ইলাহা ইল্লাল্লাহ্, একশত বার সুবহানাল্লাহ ও একশত বার আল্লাহু আকবার বলিবে, তাহার জন্য উহা দশটি গোলাম আযাদ করা এবং ৭টি উটনী কুরবানী করার চাইতে উত্তম।
وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ هَلَّلَ مِائَةً ، وَسَبَّحَ مِائَةً ، وَكَبَّرَ مِائَةً ، خَيْرٌ لَهُ مِنْ عَشْرِ رِقَابٍ يُعْتِقُهَا ، وَسَبْعِ بَدَنَاتٍ يَنْحَرُهَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৪১
২৭৯. অনুচ্ছেদ…
৬৪১. অতঃপর এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর খিদমতে হাযির হইয়া প্রশ্ন করিল—ইয়া রাসূলাল্লাহ্! কোন্ দু'আ সর্বোত্তম? বলিলেনঃ তুমি আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের ক্ষমা প্রার্থনা করিবে। যদি তুমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রাপ্ত হও তবে ইহা হইবে তোমার জন্য সাফল্য। এভাবে সে ব্যক্তি পরবর্তী দুই আসিয়া একই বিষয়ে নবী (ﷺ) -কে জিজ্ঞাসা করিল। তিনি একই উত্তর দিলেন।
فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ ، فَقَالَ : " يَا رَسُولَ اللَّهِ ، أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ ؟ قَالَ : سَلِ اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ، ثُمَّ أَتَاهُ الْغَدَ فَقَالَ : يَا نَبِيَّ اللَّهِ ، أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ ؟ قَالَ : سَلِ اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ، فَإِذَا أُعْطِيتَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৪২
২৭৯. অনুচ্ছেদ…
৬৪২. হযরত আবু যার (রাযিঃ) বলেন: নবী করীম (ﷺ) বলেন : আল্লাহর নিকট সর্বোত্তম বাণী হইতেছে : سُبْحَانَ اللَّهِ لا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، لا حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِاللَّهِ ، سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ “আল্লাহ্ চির পবিত্র, তাঁহার কোন শরীক নাই। রাজত্ব তাঁহারই এবং প্রশংসাও একমাত্র তাঁহারই এবং তিনি সর্বশক্তিমান। আল্লাহ্ ছাড়া কোন গতি বা শক্তি নাই। আল্লাহ্ মহাপবিত্র ও সকল প্রশংসা তাঁহারই।”
حَدَّثَنَا آدَمُ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنِ الْجُرَيْرِيِّ ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَسْرِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ ، عَنْ أَبِي ذَرٍّ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " أَحَبُّ الْكَلامِ إِلَى اللَّهِ : سُبْحَانَ اللَّهِ لا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، لا حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِاللَّهِ ، سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৪৩
২৭৯. অনুচ্ছেদ…
৬৪৩. হযরত আয়েশা (রাযিঃ) বলেন, একদা আমার নামাযে রত থাকা অবস্থায় নবী করীম (ﷺ) আমার ঘরে তাশরীফ আনিলেন। তাঁহার কি একটা কাজ ছিল। নামাযে আমার কিছু বিলম্ব হইল। তিনি বলিলেনঃ আয়েশা সংক্ষিপ্ত অথচ ব্যাপকার্থক দু'আ করিবে। নামায শেষ করিয়া আমি বলিলাম, সংক্ষিপ্ত অথচ ব্যাপকার্থক দু'আ কি ইয়া রাসূলাল্লাহ্! তিনি বলিলেন তুমি বলিবে : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ ، عَاجِلِهِ وَآجِلِهِ ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ ، وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمُ ، وَأَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ ، وَأَسْأَلُكَ مِمَّا سَأَلَكَ بِهِ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَأَعُوذُ بِكَ مِمَّا تَعَوَّذَ مِنْهُ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَمَا قَضَيْتَ لِي مِنْ قَضَاءٍ فَاجْعَلْ عَاقِبَتَهُ رُشْدًا “হে প্রভু! আমি তোমার দরবারে অগৌণে লভ্য, গৌণে লভ্য, আমার জ্ঞাত এবং অজ্ঞাত সর্বাধিক মঙ্গল প্রার্থনা করিতেছি। আমি তোমার দরবারে বেহেশত এবং যে কথা ও কাজ বেহেশতের নিকটবর্তী করিয়া দেয় উহা প্রার্থনা করিতেছি। আমি তোমার নিকট দোযখ হইতে এবং যে কথা ও কাজ দোযখের নিকটবর্তী করে উহা হইতে আশ্রয় প্রার্থনা করিতেছি। যেই সব বস্তুর প্রার্থনা স্বয়ং মুহাম্মাদ (ﷺ) তোমার নিকট করিয়াছেন আমিও তোমার নিকট উহা প্রার্থনা করিতেছি। হযরত মুহাম্মাদ (ﷺ) যেই সব বস্তু হইতে তোমার আশ্রয় প্রার্থনা করিয়াছেন সেই সব বস্তু হইতে আমিও তোমার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি। আমার ব্যাপারে তুমি যে ফয়সালাই কর পরিণামে উহাকে হিদায়াতধন্য ও মঙ্গলময় কর।
حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ ، قَالَ : حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ ، عَنِ الْجُرَيْرِيِّ ، عَنْ جَبْرِ بْنِ حَبِيبٍ ، عَنْ أُمِّ كُلْثُومِ ابْنَةِ أَبِي بَكْرٍ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ : " دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أُصَلِّي ، وَلَهُ حَاجَةٌ ، فَأَبْطَأْتُ عَلَيْهِ ، قَالَ : يَا عَائِشَةُ ، عَلَيْكِ بِجُمَلِ الدُّعَاءِ وَجَوَامِعِهِ ، فَلَمَّا انْصَرَفْتُ ، قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، وَمَا جُمَلُ الدُّعَاءِ وَجَوَامِعُهُ ؟ قَالَ : قُولِي : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ ، عَاجِلِهِ وَآجِلِهِ ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ ، وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمُ ، وَأَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ ، وَأَسْأَلُكَ مِمَّا سَأَلَكَ بِهِ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَأَعُوذُ بِكَ مِمَّا تَعَوَّذَ مِنْهُ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَمَا قَضَيْتَ لِي مِنْ قَضَاءٍ فَاجْعَلْ عَاقِبَتَهُ رُشْدًا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান