আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬১৩
২৭৬- দু'আর সময় হাত উঠানো
৬১৩. হযরত ওয়াহাব বর্ণনা করেন, আমি হযরত ইবন উমর এবং হযরত ইব্ন যুবাইর (রাযিঃ)-কে দু'আ করিয়া মুখমণ্ডলে হস্তদ্বয় ফিরাইতে দেখিয়াছি।
بَابُ رَفْعِ الْأَيْدِي فِي الدُّعَاءِ
حَدَّثَنَا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ ، قَالَ : أَخْبَرَنِي أَبِي ، عَنْ أَبِي نُعَيْمٍ وَهُوَ وَهْبٌ ، قَالَ : رَأَيْتُ ابْنَ عُمَرَ ، وَابْنَ الزُّبَيْرِ يَدْعُوَانِ ، يُدِيرَانِ بِالرَّاحَتَيْنِ عَلَى الْوَجْهِ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬১৪
২৭৬- দু'আর সময় হাত উঠানো
৬১৪. হযরত ইকরামা বলেন, আমার যতদূর মনে পড়ে হযরত আয়েশা (রাযিঃ)-কে বলিতে শুনিয়াছি, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে হাত তুলিয়া দু'আ করিতে দেখিয়াছেন। সেই মুনাজাতে তিনি এরূপ দু'আ করিতেছিলেন : إِنَّمَا أَنَا بَشَرٌ فَلا تُعَاقِبْنِي ، أَيُّمَا رَجُلٌ مِنَ الْمُؤْمِنِينَ آذَيْتُهُ أَوْ شَتَمْتُهُ فَلا تُعَاقِبْنِي فِيهِ “প্রভু, আমি তো মানুষই, মানব সুলভ দুর্বলতাবশত আমি যদি তোমার কোন মু'মিন বান্দাকে কোন রূপ কষ্ট দিয়া থাকি বা গালি দিয়া থাকি তবে এজন্য তুমি আমাকে শাস্তি দিও না।
حَدَّثَنَا مُسَدَّدٌ ، قَالَ : حَدَّثَنَا أَبُو عَوَانَةَ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ ، عَنْ عِكْرِمَةَ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، زَعَمَ أَنَّهُ سَمِعَهُ مِنْهَا ، أَنَّهَا رَأَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو رَافِعًا يَدَيْهِ ، يَقُولُ : " إِنَّمَا أَنَا بَشَرٌ فَلا تُعَاقِبْنِي ، أَيُّمَا رَجُلٌ مِنَ الْمُؤْمِنِينَ آذَيْتُهُ أَوْ شَتَمْتُهُ فَلا تُعَاقِبْنِي فِيهِ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬১৫
২৭৬- দু'আর সময় হাত উঠানো
৬১৫. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, দাওস গোত্রের তুফায়েল ইবন আমর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খিদমতে হাযির হইয়া আরয করিলেন : ইয়া রাসূলাল্লাহ্ ! দাওস অবাধ্যতা ও আল্লাহর দীনকে অস্বীকার করার পথ বাছিয়া লইয়াছে। সুতরাং তাহাদের প্রতি আপনি বদ্ দু'আ করুন। নবী (ﷺ) তখন কিবলামুখী হইয়া দু'আ করিবার উদ্দেশ্যে তাঁহার পবিত্র হস্তদ্বয় উত্থিত করিলেন। লোকের ধারণা হইল যে, নবী (ﷺ) বুঝি তাহাদের প্রতি বদদু'আ করিবেন। তিনি তখন তাঁহার দু'আতে বলিলেন : হে আল্লাহ্! আপনি দাওস গোত্রকে হিদায়াত দান করুন এবং তাহাদিগকে আমার কাছে আনিয়া দিন।
حَدَّثَنَا عَلِيٌّ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، قَالَ : حَدَّثَنَا أَبُو الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : " قَدِمَ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّ دَوْسًا قَدْ عَصَتْ وَأَبَتْ ، فَادْعُ اللَّهَ عَلَيْهَا ، فَاسْتَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقِبْلَةَ وَرَفَعَ يَدَيْهِ ، فَظَنَّ النَّاسُ أَنَّهُ يَدْعُو عَلَيْهِمْ ، فَقَالَ : اللَّهُمَّ اهْدِ دَوْسًا ، وَائْتِ بِهِمْ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬১৬
২৭৬- দু'আর সময় হাত উঠানো
৬১৬. হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করেন, এক বৎসর অনাবৃষ্টি দেখা দেয়। মুসলমানদের মধ্য হইতে কেহ কেহ এক জুমু'আর দিন নবী করীম (ﷺ)-এর খিদমতে হাযির হইয়া আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! অনাবৃষ্টি দেখা দিয়াছে, ভূমি আর্দ্রতা শূন্য হইয়া পড়িয়াছে, ধনসম্পদ বিনষ্ট হইয়া গিয়াছে। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার পবিত্র হস্তদ্বয় উর্ধ্বে উঠাইলেন। সে সময় আকাশে মেঘের কোন লক্ষণ ছিল না। তিনি তাঁহার পবিত্র হস্তদ্বয় এমনিভাবে উঠাইয়া ধরিলেন যে, আমি তাঁহার বগলদ্বয়ের শুভ্র অংশ পর্যন্ত দেখিতে পাইলাম। তিনি আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনা করিলেন। আমরা নামায পড়িয়া সারিতে না সারিতেই আকাশ মেঘাচ্ছন্ন হইয়া এমন অবস্থার সৃষ্টি হইল যে, পার্শ্ববর্তী বাড়িসমূহের যুবকদেরও ঘরে ফিরিবার চিন্তা দেখা দিল। পরবর্তী জুমু'আ পর্যন্ত অবিরতভাবে মুষলধারে বৃষ্টি ঝরিল। যখন পরবর্তী জুমু'আ উপস্থিত হইল তখন লোকজন পুনরায় বলিতে লাগিলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! (বৃষ্টির দরুণ) ঘরবাড়ি ধসিয়া পড়িল, কাফেলা চলাচল বন্ধ হইয়া জনজীবন বিপর্যস্ত হইয়া পড়িল। লোকেরা এই একটুতেই বিরক্ত হইয়াছে লক্ষ্য করিয়া নবী করীম (ﷺ) মৃদুহাস্য করিলেন এবং হাত উঠাইয়া বলিলেনঃ اللَّهُمَّ حَوَالَيْنَا ، وَلا عَلَيْنَا “প্রভু, আমাদের আশেপাশে বৃষ্টি বর্ষণ করুন, আমাদের উপর আর না।” ইহাতে মদীনার আকাশ পুনরায় নির্মল মেঘমুক্ত হইয়া গেল।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ ، قَالَ : أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " قَحَطَ الْمَطَرُ عَامًا ، فَقَامَ بَعْضُ الْمُسْلِمِينَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، قَحَطَ الْمَطَرُ ، وَأَجْدَبَتِ الأَرْضُ ، وَهَلَكَ الْمَالُ ، فَرَفَعَ يَدَيْهِ ، وَمَا يُرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابَةٍ ، فَمَدَّ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ يَسْتَسْقِي اللَّهَ ، فَمَا صَلَّيْنَا الْجُمُعَةَ حَتَّى أَهَمَّ الشَّابُّ الْقَرِيبُ الدَّارِ الرُّجُوعَ إِلَى أَهْلِهِ ، فَدَامَتْ جُمُعَةٌ ، فَلَمَّا كَانَتِ الْجُمُعَةُ الَّتِي تَلِيهَا ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، تَهَدَّمَتِ الْبُيُوتُ ، وَاحْتَبَسَ الرُّكْبَانُ ، فَتَبَسَّمَ لِسُرْعَةِ مَلالِ ابْنِ آدَمَ وَقَالَ بِيَدِهِ : اللَّهُمَّ حَوَالَيْنَا ، وَلا عَلَيْنَا ، فَتَكَشَّطَتْ عَنِ الْمَدِينَةِ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬১৭
২৭৬- দু'আর সময় হাত উঠানো
৬১৭। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ)-কে তাঁর দুই হাত তুলে দুআ করতে দেখেছেন। তিনি তাঁর দুআয় বলেনঃ اللَّهُمَّ إِنَّمَا أَنَا بَشَرٌ فَلا تُعَاقِبْنِي ، أَيُّمَا رَجُلٌ مِنَ الْمُؤْمِنِينَ آذَيْتُهُ أَوْ شَتَمْتُهُ فَلا تُعَاقِبْنِي فِيهِ “হে আল্লাহ! আমি একজন মানুষই। অতএব তুমি আমাকে শাস্তি দিও না। আমি যদি কোন মুমিন ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকি বা গালি দিয়ে থাকি, তবে তুমি সেজন্য আমাকে শাস্তি দিও না” (মুসলিম, আবু দাউদ)।
حَدَّثَنَا الصَّلْتُ ، قَالَ : حَدَّثَنَا أَبُو عَوَانَةَ ، عَنْ سِمَاكٍ ، عَنْ عِكْرِمَةَ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّهُ سَمِعَهُ مِنْهَا ، أَنَّهَا رَأَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو رَافِعًا يَدَيْهِ ، يَقُولُ : " اللَّهُمَّ إِنَّمَا أَنَا بَشَرٌ فَلا تُعَاقِبْنِي ، أَيُّمَا رَجُلٌ مِنَ الْمُؤْمِنِينَ آذَيْتُهُ أَوْ شَتَمْتُهُ فَلا تُعَاقِبْنِي فِيهِ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬১৮
২৭৬- দু'আর সময় হাত উঠানো
৬১৮. হযরত জাবির ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, একদা তুফায়েল ইব্ন আম্র নবী করীম (ﷺ)-এর খিদমতে আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনার কি দুর্গ বা প্রতিরক্ষার প্রয়োজন আছে ? দাওস গোত্রের কিল্লা এই উদ্দেশ্যে আপনি ব্যবহার করিতে পারেন। রাবী বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সেই প্রস্তাব প্রত্যাখ্যান করিলেন। কেননা আল্লাহ্ তা'আলা আনসারদের জন্যই [রাসূলুল্লাহ্ (ﷺ)-এর প্রতিরক্ষা সংক্রান্ত] সাওয়াবের ভাণ্ডার সংরক্ষিত রাখিয়াছেন দিয়াছিলেন। অতঃপর তুফায়েল হিজরত করিয়া আসিলেন। তাঁহার সাথে তাঁহার সমগোত্রীয় অপর এক ব্যক্তি আসিলেন। তাঁহার সঙ্গী সেই অপর ব্যক্তিটি রোগাক্রান্ত হইল এবং রোগ যাতনায় সে অধীর হইয়া উঠিল এবং সে শিং-এর মধ্য হইতে তীরের তীক্ষ্ণ একটি ফলা লইল এবং উহা দ্বারা সে তাহার রগ কাটিয়া দিল এবং ইহাতে তাহার মৃত্যু হইল। তোফায়ল তাহাকে স্বপ্নে দেখিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার সাথে মৃত্যুর পর কী আচরণ করা হইল ? সে বলিলঃ নবীর সকাশে হিজরত করার দরুন আমাকে মার্জনা করা হইয়াছে। তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন, তোমার দুই হাতের অবস্থা কি? রাবী বলেন তাহাকে বল হইল নিজের হাতে যাহা নষ্ট করিয়াছ তাহার সংস্কার করা হইবে না। তোফায়ল তাহা নবী করীম (ﷺ)-এর নিকট বর্ণনা করিলেন। তখন নবী করীম (ﷺ) দু'আ করিয়া বলিলেনঃ হে আল্লাহ্! তাহার হস্তদ্বয়কে মাফ করিয়া দিন। এ সময়ে তিনি তাঁহার পবিত্র হস্তদ্বয় উঠাইলেন।
حَدَّثَنَا عَارِمٌ ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، قَالَ : حَدَّثَنَا حَجَّاجٌ الصَّوَّافُ ، عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ، أَنَّ الطُّفَيْلَ بْنَ عَمْرٍو ، قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " هَلْ لَكَ فِي حِصْنٍ وَمَنَعَةٍ ، حِصْنِ دَوْسٍ ؟ قَالَ : فَأَبَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، لِمَا ذَخَرَ اللَّهُ لِلأَنْصَارِ ، فَهَاجَرَ الطُّفَيْلُ ، وَهَاجَرَ مَعَهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ ، فَمَرِضَ الرَّجُلُ فَضَجَرَ ، أَوْ كَلِمَةٌ شَبِيهَةٌ بِهَا ، فَحَبَا إِلَى قَرْنٍ ، فَأَخَذَ مِشْقَصًا فَقَطَعَ وَدَجَيْهِ ، فَمَاتَ ، فَرَآهُ الطُّفَيْلُ فِي الْمَنَامِ قَالَ : مَا فُعِلَ بِكَ ؟ قَالَ : غُفِرَ لِي بِهِجْرَتِي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : مَا شَأْنُ يَدَيْكَ ؟ قَالَ : فَقِيلَ : إِنَّا لا نُصْلِحُ مِنْكَ مَا أَفْسَدْتَ مِنْ يَدَيْكَ ، قَالَ : فَقَصَّهَا الطُّفَيْلُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ ، وَرَفَعَ يَدَيْهِ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬১৯
২৭৬- দু'আর সময় হাত উঠানো
৬১৯. হযরত আনাস ইবন মালিক (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এইভাবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেনঃ হে আল্লাহ্! আমি তোমার আশ্রয় চাই অলসতা হইতে, আমি তোমার আশ্রয় চাই ভীরুতা হইতে, আমি তোমার আশ্রয় চাই বার্ধক্যের কষ্ট হইতে, আমি তোমার আশ্রয় চাই কৃপণতা হইতে।
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَعَوَّذُ ، يَقُولُ : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ ، وَأَعُوذُ بِكَ مِنَ الْهَرَمِ ، وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬২০
২৭৬- দু'আর সময় হাত উঠানো
৬২০. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন : আল্লাহ্ তা'আলা বলিয়াছেনঃ আমি আমার বান্দার জন্য সেইরূপ যেরূপ সে আমার সম্পর্কে ধারণা পোষণ করে এবং আমি তাহার পাশেই থাকি যখন সে আমার কাছে দু'আ করে।
حَدَّثَنَا حَدَّثَنَا خَلِيفَةُ بْنُ خَيَّاطٍ ، قَالَ : حَدَّثَنَا كَثِيرُ بْنُ هِشَامٍ ، قَالَ : حَدَّثَنَا جَعْفَرٌ ، عَنْ يَزِيدَ بْنِ الأَصَمِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ : أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي ، وَأَنَا مَعَهُ إِذَا دَعَانِي

তাহকীক:
তাহকীক চলমান
