আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬০৯
২৭৩- অপরকে দু'আয় শামিল করা
৬০৯. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন : করীম ইবন করীম ইবন করীম ইবন করীম হইতেছেন ইউসুফ ইব্ন ইয়াকুব ইবন ইসহাক ইবন ইবরাহীম খলীলুর রহমান তাবারকা ও তা'আলা। (অন্যভাবে বলিতে গেলে একাধিকক্রমে চার পুরুষ পর্যন্ত; মহান পুরুষ হইতেছেন হযরত ইউসুফ যাঁহার পিতা ইয়াকুব যাঁহার পিতা ইসহাক যাঁহার পিতা ইবরাহীম তিনি হইলেন আল্লাহর খলীল-বন্ধু। রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ হযরত ইউসুফ (আ) যত দীর্ঘকাল কারাগারে অবস্থান করেন ততদিন যদি আমি কারাগারে অবস্থান করিতাম, তারপর লোক আমাকে ডাকিয়া নিতে আসিত; তবে নিশ্চয়ই আমি তাহার ডাকে সাড়া দিতাম। অথচ তাঁহার কাছে যখন দূত আসিল তখন তিনি স্পষ্ট বলিয়া দিলেন—“যাও তোমার মনিবের কাছে ফিরিয়া যাইয়া জিজ্ঞাসা কর, যে মহিলারা তাহাদের হাত কাটিয়া ফেলিয়াছিল, তাহাদের অবস্থা কি? (অর্থাৎ তাহারা আমার সম্পর্কে কী বলে ?)” (সূরা ইউসুফ : ৪০) আর আল্লাহর রহমত হউক হযরত লূত (আ)-এর উপর। তিনি একটি শক্ত স্তম্ভের আশ্রয় লওয়ার আকাঙ্ক্ষা করিয়াছিলেন যখন তিনি তাঁহার স্বজাতিকে লক্ষ্য করিয়া বলিয়াছিলেনঃ “হায়, যদি আমার কোন ক্ষমতা তোমাদের উপর চলিত অথবা আমি কোন শক্ত স্তম্ভের আশ্রয় লইতে পারিতাম (তবে তাহাই করিতাম, তোমাদিগকে কোন মতেই এই অনাচারে লিপ্ত হইতে দিতাম না)" (সূরা হূদঃ ৮৩) আল্লাহ্ তা'আলা লূতের পর আর কোন নবীকে সেই সম্প্রদায়ে প্রেরণ করেন নাই। তাহার পর আল্লাহ্ পাক মর্যাদাবান ও প্রভাবশালী বংশ হইতে সে জাতির নবী প্রেরণ করিয়াছেন।
بَابُ مَنْ دَعَا فِي غَيْرِهِ مِنَ الدُّعَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ ، قَالَ : أَخْبَرَنَا عَبْدَةُ ، قَالَ : أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو ، قَالَ : حَدَّثَنَا أَبُو سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ الْكَرِيمَ ابْنَ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ، يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ خَلِيلِ الرَّحْمَنِ تَبَارَكَ وَتَعَالَى ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَوْ لَبِثْتُ فِي السِّجْنِ مَا لَبِثَ يُوسُفُ ، ثُمَّ جَاءَنِي الدَّاعِي لأَجَبْتُ ، إِذْ جَاءَهُ الرَّسُولُ ، فَقَالَ : ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ مَا بَالُ النِّسْوَةِ اللَّاتِي قَطَّعْنَ أَيْدِيَهُنَّ سورة يوسف آية 50 ، وَرَحْمَةُ اللَّهِ عَلَى لُوطٍ ، إِنْ كَانَ لَيَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ ، إِذْ قَالَ لِقَوْمِهِ : لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً أَوْ آوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ سورة هود آية 80 ، فَمَا بَعَثَ اللَّهُ بَعْدَهُ مِنْ نَبِيٍّ إِلا فِي ثَرْوَةٍ مِنْ قَوْمِهِ ، قَالَ مُحَمَّدٌ : الثَّرْوَةُ : الْكَثْرَةُ وَالْمَنَعَةُ

তাহকীক:
তাহকীক চলমান