আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৬৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৫৫. যে ব্যক্তি আল্লাহ্‌র ওয়াস্তে তার ভাইকে খাওয়ায়
৫৬৭। মুহাম্মাদ ইব্‌নুল হানাফিয়্যা বর্ণনা করেন যে, হযরত আলী (রাযিঃ) বলিয়াছেনঃ বাজারে গিয়া একটি গোলাম খরিদ করিয়া তাহাকে আযাদ করার চাইতে কিছু ভাইকে দাওয়াত করিয়া এক বা দুই সা’ (পরিমাণ) খাবার খাওয়াইয়া দেওয়া আমার নিকট অধিকতর প্রিয়।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ أَطْعَمَ أَخًا لَهُ فِي اللهِ
حَدَّثَنَا سُلَيْمَانُ أَبُو الرَّبِيعِ، قَالَ‏:‏ حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ لَيْثٍ، عَنْ مُحَمَّدِ بْنِ نَشْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ قَالَ‏:‏ لأَنْ أَجْمَعَ نَفَرًا مِنْ إِخْوَانِي عَلَى صَاعٍ أَوْ صَاعَيْنِ مِنْ طَعَامٍ، أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَخْرُجَ إِلَى سُوقِكُمْ فَأُعْتِقَ رَقَبَةً‏.‏
tahqiq

তাহকীক: