আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৫৪৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৪৯. যাহাকে ভালবাসিবে তাহার সহিত কলহ করিবে না ও তাহার নিকট কিছু চাহিবে না
৫৪৬। হযরত মু’আয ইব্ন জাবাল (রাযিঃ) বলেন, যখন তুমি তোমার কোন (মুসলমান) ভাইকে ভালবাসিবে, তখন তাহার সহিত ঝগড়ায় প্রবৃত্ত হইবে না, তাহার অনিষ্ট সাধন করিবে না আর তাহার কিছু চাহিবে না। এমনটি যেন না হয় যে, তুমি তাহার কোন শত্রুর পাল্লায় পড়িয়া যাও আর সে তাহাকে এমন কথাই তোমার সম্পর্কে বলিয়া দেয় যাহা তোমার মধ্যে আদৌ নাই আর উহা দ্বারাই সে তোমার ও তাহার মধ্যে ফাটল সৃষ্টি করিয়া দেয়।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِذَا أَحَبَّ رَجُلا فَلا يُمَارِهِ ولا يَسْأَلُ عَنْهُ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ، أَنَّ أَبَا الزَّاهِرِيَّةِ حَدَّثَهُ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّهُ قَالَ: إِذَا أَحْبَبْتَ أَخًا فَلاَ تُمَارِهِ، وَلاَ تُشَارِّهِ، وَلاَ تَسْأَلْ عَنْهُ، فَعَسَى أَنْ تُوَافِيَ لَهُ عَدُوًّا فَيُخْبِرَكَ بِمَا لَيْسَ فِيهِ، فَيُفَرِّقَ بَيْنَكَ وَبَيْنَهُ.
তাহকীক:
হাদীস নং: ৫৪৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৪৯. যাহাকে ভালবাসিবে তাহার সহিত কলহ করিবে না ও তাহার নিকট কিছু চাহিবে না
৫৪৭। হযরত আব্দুল্লাহ্ ইব্ন আম্র (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি তাহার কোন ভাইকে আল্লাহ্র জন্য ও আল্লাহ্র উদ্দেশ্যে ভালবাসিবে এবং বলিবে, আমি তোমাকে আল্লাহ্র জন্য ভালবাসি, তাহারা উভয়েই বেহেশতে প্রবেশ করিবে। যে আল্লাহ্র সন্তুষ্টির জন্য ভালবাসিবে সে মর্যাদায় ঐ ব্যক্তির চেয়ে উন্নত হইবে যে আল্লাহ্র জন্য ভালবাসে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَنْ أَحَبَّ أَخًا لِلَّهِ، فِي اللهِ، قَالَ: إِنِّي أُحِبُّكَ لِلَّهِ، فَدَخَلاَ جَمِيعًا الْجَنَّةَ، كَانَ الَّذِي أَحَبَّ فِي اللهِ أَرْفَعَ دَرَجَةً لِحُبِّهِ، عَلَى الَّذِي أَحَبَّهُ لَهُ.
তাহকীক: