আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫৩৯
২৪৭.পুরুষ তাহার গৃহে কি কাজ করিবে?
৫৩৯। হযরত আসওয়াদ (রাহঃ) বলেন, আমি হযরত আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) পরিবারবর্গের সহিত অবস্থানকালে কি কাজ করিতেন ? জবাবে তিনি বলিলেনঃ পরিবারের কাজকর্ম করিতেন এবং যখন নামাযের সময় হইত, তখন বাহির হইয়া পড়িতেন।
بَابُ مَا يَعْمَلُ الرَّجُلُ فِي بَيْتِهِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ، وَحَفْصُ بْنُ عُمَرَ، قَالاَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: مَا كَانَ يَصْنَعُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي أَهْلِهِ؟ فَقَالَتْ: كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا حَضَرَتِ الصَّلاةُ خَرَجَ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫৪০
২৪৭.পুরুষ তাহার গৃহে কি কাজ করিবে?
৫৪০। হিশাম ইব্ন উরওয়া তাহার পিতার সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, আমি হযরত আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করিলাম যে, নবী করীম (ﷺ) তাঁহার ঘরে কি কাজ করিতেন ? জবাবে তিনি বলিলেন জুতা সেলাই করিতেন এবং লোকজন নিজ ঘরে যাহা করিয়া থাকে, তিনিও তাহাই করিতেন।
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعْمَلُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: يَخْصِفُ نَعْلَهُ، وَيَعْمَلُ مَا يَعْمَلُ الرَّجُلُ فِي بَيْتِهِ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫৪১
২৪৭.পুরুষ তাহার গৃহে কি কাজ করিবে?
৫৪১। হিশাম বলেনঃ আমার পিতা বলিয়াছেন, আমি হযরত আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করিলাম যে, নবী করীম (ﷺ) তাঁহার ঘরে কি কাজ করিতেন? জবাবে তিনি বলিলেনঃ তোমাদের কোন এক ব্যক্তি নিজ ঘরে যাহা করিয়া থাকে, তিনিও তাহাই করিতেন, জুতা সেলাই করিতেন, কাপড়ে তালি লাগাইতেন এবং সেলাই করিতেন।
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ الْوَلِيدِ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ: مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْنَعُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: مَا يَصْنَعُ أَحَدُكُمْ فِي بَيْتِهِ؟ قَالَتْ: مَا يَصْنَعُ أَحَدُكُمْ فِي بَيْتِهِ، يَخْصِفُ النَّعْلَ، وَيَرْقَعُ الثَّوْبَ، وَيَخِيطُ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৫৪২
২৪৭.পুরুষ তাহার গৃহে কি কাজ করিবে?
৫৪২। হযরত উমার (রাযিঃ) বলেনঃ হযরত আয়েশা (রাযিঃ)-কে প্রশ্ন করা হইল যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাহার ঘরে কি কাজ করিতেন? জবাবে তিনি বলিলেনঃ তিনি তো অন্য দশজনের মত মানুষই ছিলেন (সুতরাং মানাবীয় কাজকর্ম সবই তিনি করিতেন) কাপড় পরিষ্কার করিতেন, বকরী দোহাইতেন।
حَدَّثَنَا عَبْدُ اللهِ قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، قِيلَ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: مَاذَا كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَعْمَلُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: كَانَ بَشَرًا مِنَ الْبَشَرِ، يَفْلِي ثَوْبَهُ، وَيَحْلِبُ شَاتَهُ.

তাহকীক:
তাহকীক চলমান
