আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫১২
২৩০. সংজ্ঞাহীনকে দেখিতে যাওয়া
৫১২। হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, একবার আমি রোগাক্রান্ত হইলাম। নবী করীম (ﷺ) হযরত আবু বকর (রাযিঃ) সমভিব্যাহারে পদব্রজে আমাকে দেখিতে আসিলেন। তাঁহারা আসিয়া আমাকে সংজ্ঞাহীন অবস্থায় পাইলেন। নবী করীম (ﷺ) তখনঃ ওযু করিলেন এবং তাঁহার ওযুর অবশিষ্ট পানি আমার উপর ছিটাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আমার হুঁশ হইল। চাহিয়া দেখি নবী করীম (ﷺ) আমার সম্মুখে। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমার সম্পত্তির কি করিব [অর্থাৎ কিভাবে উহার ভাগ বাটোয়ারা হইবে] ? উত্তরাধিকার সংক্রান্ত আয়াত নাযিল না হওয়া পর্যন্ত তিনি আমার কথার কোন উত্তর দিলেন না।
بَابُ عِيَادَةِ الْمُغْمَى عَلَيْهِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ، يَقُولُ : " مَرِضْتُ مَرَضًا ، فَأَتَانِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي وَأَبُو بَكْرٍ ، وَهُمَا مَاشِيَانِ ، فَوَجَدَانِي أُغْمِيَ عَلَيَّ ، فَتَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ صَبَّ وَضُوءَهُ عَلَيَّ ، فَأَفَقْتُ فَإِذَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، كَيْفَ أَصْنَعُ فِي مَالِي ؟ كَيْفَ أَقْضِي فِي مَالِي ؟ فَلَمْ يُجِبْنِي بِشَيْءٍ حَتَّى نَزَلَتْ آيَةُ الْمِيرَاثِ " .

তাহকীক:
তাহকীক চলমান