আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৮১
২২২- উৎপাদনমুখী খাতে সম্পদ বিনিয়োগ।
৪৮১। হযরত দাউদ ইব্ন আবু দাউদ বর্ণনা করেন, আমাকে হযরত আব্দুল্লাহ্ ইব্ন সালাম (রাযিঃ) বলেনঃ তুমি যদি শুনিতে পাও যে, দাজ্জালের আবির্ভাব ঘটিয়াছে আর তুমি তখন কোন খেজুরের চারা রোপকার্যে লিপ্ত থাক, তবে উহার কাজ সারিয়া উঠিবার জন্য ব্যস্ত হইয়া পড়িও না। কেননা তারপরও লোক (দুনিয়ায়) বসবাস করিবে।
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ الْبَجَلِيُّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ قَالَ: أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ حِبَّانَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي دَاوُدَ قَالَ: قَالَ لِي عَبْدُ اللهِ بْنُ سَلاَمٍ: إِنْ سَمِعْتَ بِالدَّجَّالِ قَدْ خَرَجَ، وَأَنْتَ عَلَى وَدِيَّةٍ تَغْرِسُهَا، فَلاَ تَعْجَلْ أَنْ تُصْلِحَهَا، فَإِنَّ لِلنَّاسِ بَعْدَ ذَلِكَ عَيْشًا.

তাহকীক:
তাহকীক চলমান