আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৬৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২১৭- নম্রতা প্রদর্শন।
৪৬৩। নবী সহধর্মিনী হযরত আয়েশা (রাযিঃ) বলেন, একদা কয়েকজন ইয়াহূদী রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সমীপে উপস্থিত হইয়া (অভিবাদনচ্ছলে) বলিল, আস্‌সামু আলাইকুম’ (তোমার উপর মৃত্যু আপতিত হউক)। হযরত আয়েশা (রাযিঃ) বলেনঃ আমি তাহাদের বক্তব্য বুঝিতে পারিলাম এবং তৎক্ষণাৎ জবাব দিলাম—“ওয়া আলাইকুমুস্ সামু ওয়া লানাতু” (তোমাদের উপর মৃত্যু আপতিত হউক এবং সাথে সাথে অভিসম্পাতও)। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ ধীরে আয়েশা, ধীরে! আল্লাহ্ সর্বব্যাপারেই নম্রতা পছন্দ করেন। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! তাহারা কি বলিয়াছে তাহা কি আপনি শুনেন নাই ? রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ আমি তো “ওয়া আলাইকুম” বলিয়া দিয়াছি।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الرِّفْقِ
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ، قَالَ‏:‏ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ‏:‏ دَخَلَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالُوا‏:‏ السَّامُ عَلَيْكُمْ، قَالَتْ عَائِشَةُ فَفَهِمْتُهَا فَقُلْتُ‏:‏ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ، قَالَتْ‏:‏ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ مَهْلاً يَا عَائِشَةُ، إِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ، فَقُلْتُ‏:‏ يَا رَسُولَ اللهِ، أَوَ لَمْ تَسْمَعْ مَا قَالُوا‏؟‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ قَدْ قُلْتُ‏:‏ وَعَلَيْكُمْ‏.‏
হাদীস নং: ৪৬৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২১৭- নম্রতা প্রদর্শন।
৪৬৪। হযরত জারীর ইব্‌ন আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি স্বভাবের নম্রতা হইতে বঞ্চিত হইয়াছে, সে কল্যাণ হইতে বঞ্চিত হইয়াছে। হযরত আমাশের সূত্রেও অনুরূপ হাদীস বর্ণিত হইয়াছে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هِلاَلٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ‏:‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ مَنْ يُحْرَمُ الرِّفْقَ يُحْرَمُ الْخَيْرَ‏. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الْأَعْمَشِ، مِثْلَهُ.
হাদীস নং: ৪৬৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২১৭- নম্রতা প্রদর্শন।
৪৬৫।হযরত আবুদ্দারদা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যাহার স্বভাবে নম্রতা প্রদান করা হইয়াছে, তাহাকে সমুদয় কল্যাণই প্রদান করা হইয়াছে। আর যাহাকে স্বভাবের নম্রতা হইতে বঞ্চিত রাখা হইয়াছে, সে সমুদয় কল্যাণ হইতেই বঞ্চিত রহিয়াছে। কিয়ামতের দিন মু’মিনের নেকীর পাল্লায় সব চাইতে ভারী বস্তু হইবে উত্তম আচরণ। পক্ষান্তরে আল্লাহ্ তাআলা অশ্লীলভাষী বাচাল ব্যক্তিকে পছন্দ করেন না।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ مَنْ أُعْطِيَ حَظَّهُ مِنَ الرِّفْقِ فَقَدْ أُعْطِيَ حَظَّهُ مِنَ الْخَيْرِ، وَمَنْ حُرِمَ حَظَّهُ مِنَ الرِّفْقِ، فَقَدْ حُرِمَ حَظَّهُ مِنَ الْخَيْرِ، أَثْقَلُ شَيْءٍ فِي مِيزَانِ الْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ حُسْنُ الْخُلُقِ، وَإِنَّ اللَّهَ لَيُبْغِضُ الْفَاحِشَ الْبَذِيَّ‏.‏
হাদীস নং: ৪৬৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২১৭- নম্রতা প্রদর্শন।
৪৬৬। হযরত আয়েশা (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের অল্প-স্বল্প ত্রুটি-বিচ্যুতিকে তুচ্ছজ্ঞান করিও।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ قَالَ‏:‏ حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ وَاسْمُهُ أَبُو بَكْرٍ مَوْلَى زَيْدِ بْنِ الْخَطَّابِ قَالَ‏:‏ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ قَالَتْ عَمْرَةُ‏:‏ قَالَتْ عَائِشَةُ‏:‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ أَقِيلُوا ذَوِيِ الْهَيْئَاتِ عَثَرَاتِهِمْ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২১৭- নম্রতা প্রদর্শন।
৪৬৭। হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ (রূঢ়তা) যে কোন বস্তুতেই হউক না কেন, উহা তাহাকে দোষযুক্ত করিয়া দেয়। আল্লাহ্ তাআলা নম্র ও নম্রতা তিনি ভালবাসেন।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا الْغُدَانِيُّ أَحْمَدُ بْنُ عُبَيْدِ اللهِ، قَالَ‏:‏ حَدَّثَنَا كَثِيرُ بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ لاَ يَكُونُ الْخُرْقُ فِي شَيْءٍ إِلاَّ شَانَهُ، وَإِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ‏.‏
হাদীস নং: ৪৬৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২১৭- নম্রতা প্রদর্শন।
৪৬৮। হযরত আবু সাঈদ খুদ্‌রী (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ছিলেন, পর্দার অভ্যন্তরে অবস্থানকারিণী কুমারী মেয়েদের চাইতেও অধিকতর লজ্জাশীল। যখন কোন কিছু তাহার রুচি বিরুদ্ধ হইত, তখন আমরা তাঁহার চেহারা মুবারক দর্শনেই তাহা আঁচ করিয়া লইতাম ।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ قَالَ‏:‏ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ أَبِي عُتْبَةَ يُحَدِّثُ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ‏:‏ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَشَدَّ حَيَاءً مِنَ الْعَذْرَاءِ فِي خِدْرِهَا، وَكَانَ إِذَا كَرِهَ شَيْئًا عَرَفْنَاهُ فِي وَجْهِهِ‏.‏
হাদীস নং: ৪৬৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২১৭- নম্রতা প্রদর্শন।
৪৬৯। হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ নেক পথে চলুন, সদাচার এবং মিতাচার হইতেছে নবুয়্যাতের সত্তর ভাগের এক ভাগ।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ‏:‏ حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ قَابُوسَ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ الْهَدْيُ الصَّالِحُ، وَالسَّمْتُ، وَالِاقْتِصَادُ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৭০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২১৭- নম্রতা প্রদর্শন।
৪৭০। হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, একদা আমি একটি উটের পিঠে সাওয়ার ছিলাম। উহা ছিল বেশ কষ্টদায়ক। তখন নবী করীম (ﷺ) বলিলেনঃ (আয়েশা) সর্বাবস্থায় অবশ্যই নম্রতা অবলম্বন করিবে, কেননা যে কোন বস্তুর মধ্যেই উহা থাকিলে উহা সেই বস্তুকে সৌন্দর্যমণ্ডিত করে আর যে বস্তু হইতেই উহা সরাইয়া লওয়া হয় সেই বস্তু দোষযুক্ত হইয়া পড়ে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمِقْدَامِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ‏:‏ كُنْتُ عَلَى بَعِيرٍ فِيهِ صُعُوبَةٌ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ عَلَيْكِ بِالرِّفْقِ، فَإِنَّهُ لاَ يَكُونُ فِي شَيْءٍ إِلا زَانَهُ، وَلاَ يُنْزَعُ مِنْ شَيْءٍ إِلا شَانَهُ‏.‏
হাদীস নং: ৪৭১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২১৭- নম্রতা প্রদর্শন।
৪৭১। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ সাবধান! সাবধান ! কৃপণতা হইতে বাঁচিয়া থাকিবে, কেননা তোমাদের পূর্ববর্তী জাতিসমূহকে উহাই ধ্বংস করিয়াছে। তাহারা পরস্পরে খুনখারাবীতে লিপ্ত হইয়াছে এবং আত্মীয় সম্পর্ক ছিন্ন করিয়াছে। যুলুম কিয়ামতের পুঞ্জীভূত অন্ধকার রাশি।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، قَالَ‏:‏ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ إِيَّاكُمْ وَالشُّحَّ، فَإِنَّهُ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ، سَفَكُوا دِمَاءَهُمْ، وَقَطَعُوا أَرْحَامَهُمْ، وَالظُّلْمُ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ‏.‏