আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৫৫
২১৩- যে ব্যক্তি গৃহ নির্মাণ করে
৪৫৫। হযরত কায়স ইব্ন আবু হাযম (রাহঃ) বলেন, আমরা হযরত খাব্বাব (রাযিঃ)-কে তাঁহার পীড়িত অবস্থায় দেখিতে গেলাম। রোগের দরুণ ইতিমধ্যেই তিনি তাহার গায়ে (গরম লোহার ) সাতটি দাগ লইয়া ছিলেন । তিনি আমাদিগকে লক্ষ্য করিয়া বলিলেন, আমাদের যে সব সঙ্গী অতীত হইয়া গিয়াছেন দুনিয়া তাহাদের কোনই অনিষ্ট করিতে পারে নাই। আর আমরা এমন বস্তুর অধিকারী হইয়াছি যাহা রাখার জন্য মাটি ছাড়া আর কিছু পাইতেছি না। যদি নবী করীম (ﷺ) আমাদিগকে মৃত্যু কামনা করিতে বারণ না করিতেন তবে আমি অবশ্যই মৃত্যু কামনা করিতাম ।
حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ قَالَ: دَخَلْنَا عَلَى خَبَّابٍ نَعُودُهُ، وَقَدِ اكْتَوَى سَبْعَ كَيَّاتٍ، فَقَالَ: إِنَّ أَصْحَابَنَا الَّذِينَ سَلَفُوا مَضَوْا وَلَمْ تُنْقِصْهُمُ الدُّنْيَا، وَإِنَّا أَصَبْنَا مَا لاَ نَجِدُ لَهُ مَوْضِعًا إِلاَّ التُّرَابَ، وَلَوْلاَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَانَا أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৪৫৬
২১৩- যে ব্যক্তি গৃহ নির্মাণ করে
৪৫৬। অতঃপর আর একদিন আমরা তাঁহার খেদমতে উপস্থিত হইলাম, তখন তিনি দেওয়াল নির্মাণে ব্যস্ত ছিলেন । বলিলেন, মুসলিমকে তাহার ব্যয় করা প্রতিটি বস্তুর জন্য প্রতিফল (সাওয়াব) প্রদান করা হইয়া থাকে, তবে যাহা সে মাটিতে মিশাইয়া দেয় উহার জন্য নহে।
ثُمَّ أَتَيْنَاهُ مَرَّةً أُخْرَى، وَهُوَ يَبْنِي حَائِطًا لَهُ، فَقَالَ: إِنَّ الْمُسْلِمَ يُؤْجَرُ فِي كُلِّ شَيْءٍ يُنْفِقُهُ إِلاَّ فِي شَيْءٍ يَجْعَلُهُ فِي التُّرَابِ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৪৫৭
২১৩- যে ব্যক্তি গৃহ নির্মাণ করে
৪৫৭। হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) আমার কুটিরের পাশ দিয়া অতিক্রম করিতেছিলেন, তখন আমি আমার কুটির মেরামত করিতেছিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, এ কি? আমি আরয করিলামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার কুটির মেরামত করি তিনি বলিলেনঃ প্রকৃত ব্যাপার অর্থাৎ মৃত্যু উহা হইতেও তাড়াতাড়ি হওয়ার মত।
حَدَّثَنَا عُمَرُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنَا أَبُو السَّفَرِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ: مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم، وَأَنَا أُصْلِحُ خُصًّا لَنَا، فَقَالَ: مَا هَذَا؟ قُلْتُ: أُصْلِحُ خُصَّنَا يَا رَسُولَ اللهِ، فَقَالَ: الأَمْرُ أَسْرَعُ مِنْ ذَلِكَ.

তাহকীক:
তাহকীক চলমান
