আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৪৭
২০৯.বাসস্থান নিরাপদকরণ
৪৪৭। হযরত যায়িদ ইব্ন আসলাম (রাযিঃ) তাঁহার পিতার সূত্রে বর্ণনা করেন যে, হযরত উমর (রাযিঃ) মিম্বরে দাঁড়াইয়া বলিতেনঃ হে লোক সকল! তোমরা তোমাদের বাসস্থান সমূহের সংস্কার কর। সেই (উপদ্রবকারী) জ্বিনসমূহ তোমাদিগকে ভীতিপ্রদর্শনের পূর্বেই তোমরা তাহাদিগকে ভীতি প্রদর্শন কর। তাহাদের মুসলমানরা তোমাদের নিকট আত্মপ্রকাশ করিবে না। কসম আল্লাহ্র, যখন হইতে তাহাদের সহিত আমার শত্রুতা হইয়াছে তারপর আর কোন দিন তাহাদের সহিত আমি আপোস করি নাই ।
بَابُ إِصْلاحِ الْمَنَازِلِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَجْلاَنَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ قَالَ: كَانَ عُمَرُ يَقُولُ عَلَى الْمِنْبَرِ: يَا أَيُّهَا النَّاسُ، أَصْلِحُوا عَلَيْكُمْ مَثَاوِيكُمْ، وَأَخِيفُوا هَذِهِ الْجِنَّانَ قَبْلَ أَنْ تُخِيفَكُمْ، فَإِنَّهُ لَنْ يَبْدُوَ لَكُمْ مُسْلِمُوهَا، وَإِنَّا وَاللَّهِ مَا سَالَمْنَاهُنَّ مُنْذُ عَادَيْنَاهُنَّ.

তাহকীক:
তাহকীক চলমান