আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৩৭
২০৩- মুখের উপর কথা না বলা
৪৩৭। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) কোন একটি কাজ করিলেন এবং লোকদিগকে উহা করিবার অনুমতি প্রদান করিলেন। কিছু লোক (পরহেযগারী স্বরূপ) উক্ত কাজ হইতে বিরত থাকিলেন। এই সংবাদটি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কর্ণগোচর হইল। তিনি লোকজনকে লক্ষ্য করিয়া ভাষণ দিতে দাঁড়াইলেন। (খুৎবায়) আল্লাহ্ তাআলার হামদ্ বর্ণনার পর তিনি বলিলেনঃ লোকজনের কি হইল যে, তাহারা এমন কাজ হইতেও বিরত থাকে, যাহা আমি স্বয়ং করিয়া থাকি। কসম আল্লাহ্র! আমি তাহাদের চাইতে আল্লাহ্ (ও তাঁহার হুকুম আহ্কাম) সম্পর্কে অধিকতর জ্ঞাত। তাহাদের তুলনায় তাঁহাকে অধিকতর ভয় করিয়া থাকি।
بَابُ مَنْ لَمْ يُوَاجِهِ النَّاسَ بِكَلامِهِ
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ قَالَ: قَالَتْ عَائِشَةُ: صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم شَيْئًا، فَرَخَّصَ فِيهِ، فَتَنَزَّهَ عَنْهُ قَوْمٌ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَخَطَبَ، فَحَمِدَ اللَّهَ، ثُمَّ قَالَ: مَا بَالُ أَقْوَامٍ يَتَنَزَّهُونَ عَنِ الشَّيْءِ أَصْنَعُهُ؟ فَوَاللَّهِ إِنِّي لَأَعْلَمُهُمْ بِاللَّهِ، وَأَشَدُّهُمْ لَهُ خَشْيَةً.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৩৮
২০৩- মুখের উপর কথা না বলা
৪৩৮। হযরত আনাস (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কাহারও কিছু অপছন্দ করিলে তাহার মুখের উপর কদাচিৎ কিছু বলিতেন। একদিন তাঁহার দরবারে এমন এক ব্যক্তি আসিয়া উপস্থিত হইল যাহার বস্ত্রে হলুদ রং-এর ছাপ ছিল। যখন সে ব্যক্তি প্রস্থান করিল তখন তিনি তাহার সাহাবীগণকে বলিলেন, কতই না উত্তম হইত যদি এই ব্যক্তি এই হলুদ রংটি পরিবর্তন করিয়া ফেলিত বা উহা উঠাইয়া ফেলিত।
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سَلْمٍ الْعَلَوِيِّ، عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَلَّ مَا يُوَاجِهُ الرَّجُلَ بِشَيْءٍ يَكْرَهُهُ، فَدَخَلَ عَلَيْهِ يَوْمًا رَجُلٌ، وَعَلَيْهِ أَثَرُ صُفْرَةٍ، فَلَمَّا قَامَ قَالَ لأَصْحَابِهِ: لَوْ غَيَّرَ، أَوْ نَزَعَ، هَذِهِ الصُّفْرَةَ.

তাহকীক:
তাহকীক চলমান