আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৯৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৮৬- বংশ তুলিয়া খোঁটা দেওয়া
৩৯৬। হযরত আবু হুরায়রা (রাযিঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, দুইটি (মন্দ) কর্ম এমন, যাহা আমার উম্মাত (সর্বতোভাবে) পরিত্যাগ করিবে না। এইগুলি হইল মৃত ব্যক্তির শোকে বিলাপ করিয়া ক্রন্দন করা এবং বংশ তুলিয়া খোঁটা দেওয়া।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الطَّعْنِ فِي الأَنْسَابِ
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: شُعْبَتَانِ لاَ تَتْرُكُهُمَا أُمَّتِي: النِّيَاحَةُ وَالطَّعْنُ فِي الأَنْسَابِ.
তাহকীক: