আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৭০
১৭৩- ছোটদের ‘হে আমার বৎস’ বলিয়া সম্বোধন
৩৭০। আবুল আজলান মাহারিবী বলেনঃ আমি হযরত ইব্ন যুবায়রের বাহিনীতে ছিলাম। আমার এক চাচাতো ভাই মৃত্যুমুখে পতিত হয়। মৃত্যুকালে তিনি তাহার একটি উট আল্লাহ্র রাস্তায় দান করার জন্য অসীয়্যত করিয়া যান । আমি তাহার পুত্রকে (অর্থাৎ আমার চাচাতো ভাইকে) বলিলাম, আমি তো হযরত ইব্ন যুবায়রের বাহিনীতে আছি। আমাকেই এই উটটি দিয়া দাও। সে বলিল, হযরত ইব্ন উমরের কাছে আমাকে নিয়া চল। আমি এ ব্যাপারে জিজ্ঞাসা করিয়া দেখিব (এ সম্পর্কে তিনি কি বলেন)। আমরা তখন হযরত ইব্ন উমরের খিদমতে গেলাম। সে তাঁহাকে লক্ষ্য করিয়া বলিল, হে আব্দুর রহমানের পিতা! আমার পিতা ইন্তিকাল করিয়াছেন। মৃত্যুকালে তিনি তাহার একটি উট আল্লাহ্র রাস্তায় দান করার জন্য ওসীয়্যাত করিয়া গিয়াছেন। আর এই ব্যক্তি হইতেছে আমার চাচাতো ভাই। সে ইব্ন যুবায়রে বাহিনীভুক্ত। আমি কি তাহাকে এই উটটি দিতে পারি ? তখন হযরত ইব্ন উমর (রাযিঃ) বলিলেনঃ হে আমার বৎস! আল্লাহ্র রাস্তায় প্রত্যেকটি কাজই উত্তম। তোমার পিতা যদি তাহার উট আল্লাহ্র রাস্তায়ই দান করিতে বলিয়া থাকেন, তবে তুমি মুশরিকদের সহিত জিহাদে রত বড় কোন মুসলিম বাহিনীকে উহা দান কর। আর এই ব্যক্তি আর তাহার সাথীরা তো সমাজের যুব শ্রেণীর রাস্তায় লড়িতেছে (আল্লাহ্র রাস্তায় নহে— শাসন ক্ষমতার অধিকারী হইয়া কে মোহর অংকিত করিবে, ইহা লইয়াই তাহাদের সংগ্রাম)।
بَابُ قَوْلِ الرَّجُلِ لِلصَّغِيرِ: يَا بُنَيَّ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ حُمَيْدِ بْنِ أَبِي غَنِيَّةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الْعَجْلاَنِ الْمُحَارِبِيِّ قَالَ: كُنْتُ فِي جَيْشِ ابْنِ الزُّبَيْرِ، فَتُوُفِّيَ ابْنُ عَمٍّ لِي، وَأَوْصَى بِجَمَلٍ لَهُ فِي سَبِيلِ اللهِ، فَقُلْتُ لِابْنِهِ: ادْفَعْ إِلَيَّ الْجَمَلَ، فَإِنِّي فِي جَيْشِ ابْنِ الزُّبَيْرِ، فَقَالَ: اذْهَبْ بِنَا إِلَى ابْنِ عُمَرَ حَتَّى نَسْأَلَهُ، فَأَتَيْنَا ابْنَ عُمَرَ، فَقَالَ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، إِنَّ وَالِدِي تُوُفِّيَ، وَأَوْصَى بِجَمَلٍ لَهُ فِي سَبِيلِ اللهِ، وَهَذَا ابْنُ عَمِّي، وَهُوَ فِي جَيْشِ ابْنِ الزُّبَيْرِ، أَفَأَدْفَعُ إِلَيْهِ الْجَمَلَ؟ قَالَ ابْنُ عُمَرَ: يَا بُنَيَّ، إِنَّ سَبِيلَ اللهِ كُلُّ عَمَلٍ صَالِحٍ، فَإِنْ كَانَ وَالِدُكَ إِنَّمَا أَوْصَى بِجَمَلِهِ فِي سَبِيلِ اللهِ عَزَّ وَجَلَّ، فَإِذَا رَأَيْتَ قَوْمًا مُسْلِمِينَ يَغْزُونَ قَوْمًا مِنَ الْمُشْرِكِينَ، فَادْفَعْ إِلَيْهِمُ الْجَمَلَ، فَإِنْ هَذَا وَأَصْحَابَهُ فِي سَبِيلِ غِلْمَانِ قَوْمٍ أَيُّهُمْ يَضَعُ الطَّابَعَ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭১
১৭৩- ছোটদের ‘হে আমার বৎস’ বলিয়া সম্বোধন
৩৭১। হযরত জারীর (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে মানুষের প্রতি দয়া করে না মহামহিম আল্লাহ্ও তাহার প্রতি দয়া করেন না। [আর পরের ছেলেকে বৎস বলিয়া সম্বোধন করার মত অন্তর তো কেবল দয়াশীল লোকেরই হইতে পারে।]
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ وَهْبٍ قَالَ: سَمِعْتُ جَرِيرًا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَنْ لاَ يَرْحَمِ النَّاسَ لاَ يَرْحَمْهُ اللَّهُ عَزَّ وَجَلَّ.

তাহকীক:
তাহকীক চলমান
