আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৬৫
১৭০- বালকদের সহিত আলিঙ্গন
৩৬৫। হযরত ইয়ালা ইব্ন মুররা (রাযিঃ) বলেনঃ একদা আমরা নবী করীম (ﷺ)-এর সাথে খাওয়ার এক দাওয়াতে যাইতেছিলাম। পথিমধ্যে হুসায়ন (রাযিঃ) খেলিতেছিলেন। নবী করীম (ﷺ) দ্রুতগতিতে সকলের আগে গিয়া তাঁহার পবিত্র হস্তদ্বয় প্রসারিত করিলেন। তখন বালকটি এদিক-ওদিক ছুটাছুটি করিতে লাগিল আর নবী করীম (ﷺ) তাহাকে হাসাইতে লাগিলেন। শেষ পর্যন্ত তিনি তাহাকে ধরিয়া ফেলিলেন। অতঃপর আদর করিয়া এক হাত তাহার চিবুকে এবং অপর হাত তাহার মস্তকে রাখিলেন এবং তারপর তাহাকে আলিঙ্গন করিলেন। অতঃপর নবী করীম (ﷺ) বলিলেনঃ হুসায়ন আমার এবং আমি হুসায়নের। হুসায়নকে যে ভালবাসে আল্লাহ্ তাহাকে ভালবাসেন। আর হুসায়ন হইতেছে আমার দৌহিত্রদের মধ্যে একজন।
بَابُ مُعَانَقَةِ الصَّبِيِّ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ أَنَّهُ قَالَ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَدُعِينَا إِلَى طَعَامٍ فَإِذَا حُسَيْنٌ يَلْعَبُ فِي الطَّرِيقِ، فَأَسْرَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَمَامَ الْقَوْمِ، ثُمَّ بَسَطَ يَدَيْهِ، فَجَعَلَ يَمُرُّ مَرَّةً هَا هُنَا وَمَرَّةً هَا هُنَا، يُضَاحِكُهُ حَتَّى أَخَذَهُ، فَجَعَلَ إِحْدَى يَدَيْهِ فِي ذَقْنِهِ وَالأُخْرَى فِي رَأْسِهِ، ثُمَّ اعْتَنَقَهُ فَقَبَّلَهُ، ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: حُسَيْنٌ مِنِّي وَأَنَا مِنْهُ، أَحَبَّ اللَّهُ مَنْ أَحَبَّ الْحَسَنَ وَالْحُسَيْنَ، سَبِطَانِ مِنَ الأَسْبَاطِ.

তাহকীক:
তাহকীক চলমান