আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৫২
১৬২- যে এমন লোকদিগকে ভালবাসে (আমলের দ্বারা) যাহাদের নাগাল পাইতে পারে না
৩৫২। হযরত আবু যার (রাযিঃ) বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! এক ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালবাসে কিন্তু তাহাদের ন্যায় আমল করিতে সমর্থ হয় না। ( তাহার অবস্থা কি হইবে ? ) তিনি বলিলেনঃ তুমি যাহাকে ভালবাস, তাহারই সাথী হইবে হে আবু যার! আমি বলিলাম, আমি তো আল্লাহ্ ও আল্লাহ্র রাসূলকেই ভালবাসি। রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ আবু যার যাহাকে তুমি ভালবাস, তুমি তাহারই সাথী হইবে।
بَابُ الرَّجُلِ يُحِبُّ قَوْمًا وَلَمَّا يَلْحَقْ بِهِمْ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ قُلْتُ: يَا رَسُولَ اللهِ، الرَّجُلُ يُحِبُّ الْقَوْمَ وَلاَ يَسْتَطِيعُ أَنْ يَلْحَقَ بِعَمَلِهِمْ؟ قَالَ: أَنْتَ يَا أَبَا ذَرٍّ مَعَ مَنْ أَحْبَبْتَ، قُلْتُ: إِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ: أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ يَا أَبَا ذَرٍّ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৫৩
১৬২- যে এমন লোকদিগকে ভালবাসে (আমলের দ্বারা) যাহাদের নাগাল পাইতে পারে না
৩৫৩। হযরত আনাস (রাযিঃ) বলেন, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-কে প্রশ্ন করিল, হে আল্লাহ্র নবী! কিয়ামত কবে হইবে? তিনি বলিলেনঃ তুমি তাহার জন্য কি প্রস্তুতি নিয়াছ ? সে ব্যক্তি বলিল, বড় কিছু একটা প্রস্তুতি নাই, তবে আল্লাহ্কে এবং আল্লাহ্র রাসূলকে আমি ভালবাসি। বলিলেন যে যাহাকে ভালবাসিবে, সে তাহারই সাথী হইবে। হযরত আনাস (রাযিঃ) বলেনঃ ইসলাম গ্রহণের পর সেদিনের চাইতে বেশী মুসলমানদিগকে আর কোন দিন খুশি দেখি নাই।
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ: يَا نَبِيَّ اللهِ، مَتَى السَّاعَةُ؟ فَقَالَ: وَمَا أَعْدَدْتَ لَهَا؟ قَالَ: مَا أَعْدَدْتُ مِنْ كَبِيرٍ، إِلاَّ أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، فَقَالَ: الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ.

তাহকীক:
তাহকীক চলমান
