আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩২২
১৫০- চোগলখোর।
৩২২। হুমাম (রাহঃ) বলেন, আমরা হযরত হুযায়ফা (রাযিঃ)-এর নিকট বসা ছিলাম। তখন তাঁহাকে বলা হইল যে, এক ব্যক্তি (এখানকার) কথা হযরত উসমানের কানে গিয়া লাগায়। তখন হযরত হুযায়ফা (রাযিঃ) বলিলেনঃ আমি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, চোগলখোর বেহেশতে প্রবেশ করিবে না ।
بَابُ النَّمَّامِ
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ‏:‏ كُنَّا مَعَ حُذَيْفَةَ، فَقِيلَ لَهُ‏:‏ إِنَّ رَجُلا يَرْفَعُ الْحَدِيثَ إِلَى عُثْمَانَ، فَقَالَ حُذَيْفَةُ‏:‏ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ لا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩২৩
১৫০- চোগলখোর।
৩২৩। হযরত আসমা বিন্‌ত ইয়াযীদ (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আমি কি তোমাদের মধ্যকার সর্বোৎকৃষ্ট লোকদের সম্পর্কে তোমাদিগকে অবহিত করিব না ? সাহাবীগণ বলিলেনঃ জ্বী, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্! তিনি বলিলেনঃ যখন-তাহাদিগকে দেখা যায়, তখন আল্লাহ্‌র কথা স্মরণ হয়। তিনি আরো বলিলেনঃ আমি কি তোমাদিগকে তোমাদের মধ্যকার নিকৃষ্টতম লোকদের সম্পর্কে অবহিত করিব না ? তাঁহারা বলিলেনঃ হ্যাঁ! তিনি বলিলেনঃ যাহারা চোগলখুরী করিয়া বেড়ায়, বন্ধুদের মধ্যে বিবাদ (ভুল বোঝাবুঝি ও তিক্ততা) সৃষ্টি করে এবং পুণ্যবান লোকদের দোষত্রুটি খুঁজিয়া বেড়ায় ।
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ قَالَتْ‏:‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ أَلاَ أُخْبِرُكُمْ بِخِيَارِكُمْ‏؟‏ قَالُوا‏:‏ بَلَى، قَالَ‏:‏ الَّذِينَ إِذَا رُؤُوا ذُكِرَ اللَّهُ، أَفَلاَ أُخْبِرُكُمْ بِشِرَارِكُمْ‏؟‏ قَالُوا‏:‏ بَلَى، قَالَ‏:‏ الْمَشَّاؤُونَ بِالنَّمِيمَةِ، الْمُفْسِدُونَ بَيْنَ الأَحِبَّةِ، الْبَاغُونَ الْبُرَآءَ الْعَنَتَ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান