আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩১৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৪৭- যে ব্যক্তি তাহার গোলামকে অভিশাপ দিল তাহার উচিত তাহাকে মুক্ত করিয়া দেয়া।
৩১৯। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, একদা হযরত আবু বকর (রাযিঃ) তাহার কোন গোলামের (অসঙ্গত আচরণে ক্ষুব্ধ হইয়া তাহার) প্রতি অভিসম্পাত করিলেন। তখন নবী করীম (ﷺ) বলিলেনঃ কা’বার প্রভুর কসম! হে আবু বকর! একই ব্যক্তি যুগপৎভাবে সিদ্দীক ও অভিসম্পাতকারী হইতে পারে না। তিনি দুইবার তিনবার উহা বলিলেন। হযরত আবু বকর (রাযিঃ) সে দিনই ঐ গোলামটিকে আযাদ করিয়া দিলেন এবং নবী করীম (ﷺ)-এর খিদমতে আসিয়া বলিলেনঃ আর কখনো আমি করিব না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ لَعَنَ عَبْدَهُ فَأَعْتَقَهُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَعْقُوبَ قَالَ‏:‏ حَدَّثَنِي يَزِيدُ بْنُ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ‏:‏ أَخْبَرَتْنِي عَائِشَةُ، أَنَّ أَبَا بَكْرٍ لَعَنَ بَعْضَ رَقِيقِهِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ يَا أَبَا بَكْرٍ، اللَّعَّانِينَ وَالصِّدِّيقِينَ‏؟‏ كَلاَّ وَرَبِّ الْكَعْبَةِ، مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، فَأَعْتَقَ أَبُو بَكْرٍ يَوْمَئِذٍ بَعْضَ رَقِيقِهِ، ثُمَّ جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ‏:‏ لا أَعُودُ‏.‏
tahqiq

তাহকীক: