আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩০০
১৪১- যার প্রভাত শুভ ও নিরাপদ
৩০০। সালামা ইব্ন উবায়দুল্লাহ্ ইব্ন মুহসিন আনসারী তদীয় পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ যে ব্যক্তি শান্ত মন ও সুস্থ দেহে প্রত্যুষে (ঘুম হইতে) উঠিল আর তাহার কাছে দিনের খাবার মওজুদ আছে তাহার জন্য যেন সমস্ত দুনিয়াই (পার্থিব সমস্ত কল্যাণ) প্রদান করা হইয়াছে । (কোন দিক দিয়া সে বঞ্চিত বলিয়া বলা যায় না)
بَابُ مَنْ أَصْبَحَ آمِنًا فِي سِرْبِهِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ مَرْحُومٍ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي شُمَيْلَةَ الأَنْصَارِيِّ الْقُبَائِيِّ، عَنْ سَلَمَةَ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ مِحْصَنٍ الأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَنْ أَصْبَحَ آمِنًا فِي سِرْبِهِ، مُعَافًى فِي جَسَدِهِ، عِنْدَهُ طَعَامُ يَوْمِهِ، فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا.

তাহকীক:
তাহকীক চলমান
