আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২০
১১৩- অপর ভাইয়ের সাহায্য করা
২২০. হযরত আবু যার ( রা ) বলেন , নবী করীম ( সা ) -কে প্রশ্ন করা হইল , সর্বোত্তম আমল কি ? ফরমাইলেনঃ আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর রাহে জিহাদ । প্রশ্ন করা হইল , সর্বোত্তম গোলাম কে ? ফরমাইলেন : যাহার মূল্য সর্বাধিক এবং যে তাহার মালিকের নিকট প্রিয়তর । প্রশ্নকারী বলিল : আমি যদি উহা করিতে না পানি , তাহা হইলে সেই সাওয়াব পাওয়ার বিকল্প ব্যবস্থা কী ? ফরমাইলেন ঃ তাহা হইলে কোন কাজের লোকের কাজে সাহায্য কর অথবা কোন আনাড়ীর কাজটুকু গুছাইয়া দাও ! সে ব্যক্তি বলিল , যদি উহাও করিতে আমি অপারগ হই ? ফরমাইলেন : তাহা হইলে তোমার অনিষ্ট হইতে লোকজনকে নিরাপদ থাকিতে দাও । কেননা , উহাও সাদাকা বিশেষ -- যাহা দ্বারা তোমার জানের সাদাকা আদায় হইয়া যাইবে ।
بَابُ مَعُونَةِ الرَّجُلِ أَخَاهُ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُوَيْسٍ قَالَ‏:‏ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ عُرْوَةَ، عَنْ أَبِي مُرَاوِحٍ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قِيلَ‏:‏ أَيُّ الأَعْمَالِ خَيْرٌ‏؟‏ قَالَ‏:‏ إِيمَانٌ بِاللَّهِ، وَجِهَادٌ فِي سَبِيلِهِ، قِيلَ‏:‏ فَأَيُّ الرِّقَابِ أَفْضَلُ‏؟‏ قَالَ‏:‏ أَغْلاَهَا ثَمَنًا، وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا، قَالَ‏:‏ أَفَرَأَيْتَ إِنْ لَمْ أَسْتَطِعْ بَعْضَ الْعَمَلِ‏؟‏ قَالَ‏:‏ فَتُعِينُ ضَائِعًا، أَوْ تَصْنَعُ لأَخْرَقَ، قَالَ‏:‏ أَفَرَأَيْتَ إِنْ ضَعُفْتُ‏؟‏ قَالَ‏:‏ تَدَعُ النَّاسَ مِنَ الشَّرِّ، فَإِنَّهَا صَدَقَةٌ تَصَدَّقُ بِهَا عَلَى نَفْسِكَ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা