আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৫
৯৯- চাকর নওকরের ভরণপােষণ সাদাকা স্বরূপ
১৯৫. হযরত মিকদাম (রাযিঃ) বলেন, তিনি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছেনঃ তুমি তােমার নিজেকে যাহা খাওয়াও তাহা সাদাকা বিশেষ, তুমি তােমার স্ত্রী-পুত্র এবং ভৃত্যকে যাহা খাওয়াও, তাহা সাদাকা বিশেষ।
بَابُ نَفَقَةُ الرَّجُلِ عَلَى عَبْدِهِ وَخَادِمِهِ صَدَقَةٌ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ‏:‏ أَخْبَرَنَا بَقِيَّةُ قَالَ‏:‏ أَخْبَرَنِي بَحِيرُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ، سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ مَا أَطْعَمْتَ نَفْسَكَ فَهُوَ صَدَقَةٌ، وَمَا أَطْعَمْتَ وَلَدَكَ وَزَوْجَتَكَ وَخَادِمَكَ فَهُوَ صَدَقَةٌ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৯৬
৯৯- চাকর নওকরের ভরণপােষণ সাদাকা স্বরূপ
১৯৬. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইয়াছেনঃ উত্তম সাদাকা হইল স্বচ্ছলভাবে যাহা অবশিষ্ট থাকে। উপরের হাত নিম্নের হাত হইতে উত্তম। পােষ্যজন হইতে (সাদাকা) শুরু করিবে। নতুবা তােমার স্ত্রী বলিবে, আমার ভরণপােষণ দাও, অন্যথায় আমাকে তালাক দাও; তােমার ক্রীতদাস বলিবে, আমার ভরণপােষণ দাও, অন্যথায় আমাকে বিক্রয় করিয়া ফেল! তােমার সন্তান বলিবে, আমাকে কাহার হাতে ছাড়িয়া দিতেছ ?
بَابُ نَفَقَةُ الرَّجُلِ عَلَى عَبْدِهِ وَخَادِمِهِ صَدَقَةٌ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ خَيْرُ الصَّدَقَةِ مَا بَقَّى غِنًى، وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ، تَقُولُ امْرَأَتُكَ‏:‏ أَنْفِقْ عَلَيَّ أَوْ طَلِّقْنِي، وَيَقُولُ مَمْلُوكُكَ‏:‏ أَنْفِقْ عَلَيَّ أَوْ بِعْنِي، وَيَقُولُ وَلَدُكَ‏:‏ إِلَى مَنْ تَكِلُنَا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৯৭
৯৯- চাকর নওকরের ভরণপােষণ সাদাকা স্বরূপ
১৯৭. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন নবী করীম (ﷺ) একদা সাদাকা করিতে উপদেশ দিলেন। এক ব্যক্তি বলিল, আমার কাছে একটি দীনার আছে। ফরমাইলেনঃ উহা তুমি আপন ভরণ-পােষণে ব্যয় কর! সে ব্যক্তি বলিল, আমার কাছে অপর আর একটি দীনারও আছে। ফরমাইলেনঃ উহা তােমার স্ত্রীর ভরণ-পােষণে ব্যয় কর! সে ব্যক্তি বলিল, আমার কাছে আর একটি দীনারও আছে। ফরমাইলেনঃ উহা তােমার খাদেমের জন্য ব্যয় কর! তারপর নিজেই বিবেচনা কর (যে অতঃপর কোন্ খাতে খরচ করিলে তােমার জন্য উত্তম হইবে)
بَابُ نَفَقَةُ الرَّجُلِ عَلَى عَبْدِهِ وَخَادِمِهِ صَدَقَةٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِصَدَقَةٍ، فَقَالَ رَجُلٌ‏:‏ عِنْدِي دِينَارٌ، قَالَ‏:‏ أَنْفِقْهُ عَلَى نَفْسِكَ، قَالَ‏:‏ عِنْدِي آخَرُ، قَالَ‏:‏ أَنْفِقْهُ عَلَى زَوْجَتِكَ قَالَ‏:‏ عِنْدِي آخَرُ، قَالَ‏:‏ أَنْفِقْهُ عَلَى خَادِمِكَ، ثُمَّ أَنْتَ أَبْصَرُ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান