আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৮৯
৯৬- দাসদাসীকে গালি দেওয়া
১৮৯. মা'রূর ইবন সুয়েদ বলেন, আমি একদা হযরত আবু যার (রাযিঃ)-কে নতুন এক জোড়া কাপড় পরিহিত অবস্থায় দেখিতে পাইলাম। তখন তাঁহার গােলামের গায়েও অনুরূপ একজোড়াে নতুন কাপড় ছিল। আমি তখন তাহাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। উত্তরে তিনি বলিলেনঃ আমি (আমার দাসদের মধ্যকার) এক ব্যক্তিকে গালি দিয়াছিলাম। তখন সে গিয়া নবী করীম (ﷺ)-এর দরবারে আমার বিরুদ্ধে অভিযােগ করিল। তখন নবী করীম (ﷺ) আমাকে জিজ্ঞাসা করিলেনঃ তুমি কি তাহার মা তুলিয়া গালি দিয়াছ হে! আমি বলিলামঃ জ্বী হ্যা। অতঃপর তিনি বলিলেনঃ তােমাদের দাসরা হইতেছে তােমাদের ভাই; আল্লাহ তাহাদিগকে তােমাদের অধীন করিয়া দিয়াছেন। সুতরাং যাহার অধীনে তাহার ভাই রহিয়াছে, তাহার উচিত সে যাহা খায়, তাহাই তাহাকে খাইতে দেয় এবং সে যাহা, পরে তাহাই
তাহাকে পরিতে দেয় এবং যে কাজ তাহার সাধ্যের অতীত তাহার উপর তাহা চাপাইবে না এবং এরূপ কোন কাজ তাহাকে করিতে দিলে তাহাকে সেই কাজে সে নিজেও সাহায্য করিবে।
তাহাকে পরিতে দেয় এবং যে কাজ তাহার সাধ্যের অতীত তাহার উপর তাহা চাপাইবে না এবং এরূপ কোন কাজ তাহাকে করিতে দিলে তাহাকে সেই কাজে সে নিজেও সাহায্য করিবে।
بَابُ سِبَابِ الْعَبِيدِ
حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا وَاصِلٌ الأَحْدَبُ قَالَ: سَمِعْتُ الْمَعْرُورَ بْنَ سُوَيْدٍ يَقُولُ: رَأَيْتُ أَبَا ذَرٍّ وَعَلَيْهِ حُلَّةٌ وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ، فَسَأَلْنَاهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: إِنِّي سَابَبْتُ رَجُلاً فَشَكَانِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ لِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم: أَعَيَّرْتَهُ بِأُمِّهِ؟ قُلْتُ: نَعَمْ، ثُمَّ قَالَ: إِنَّ إِخْوَانَكُمْ خَوَلُكُمْ، جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدَيْهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَأَعِينُوهُمْ.

তাহকীক:
তাহকীক চলমান