আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭০
৯০- খাদেমকে শাসন করা
১৭০. ইয়াযীদ ইবন আব্দুল্লাহ্ ইবন কুসাইত বলেন, আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ) একদা তদীয় এক গােলামকে স্বর্ণ অথবা রৌপ্য দিয়া (বাজারে বা অন্য কোথায়ও) পাঠাইলেন। সে উহাতে তসরূপ করিল এবং উহা কাহারাে কাহারাে চক্ষে ধরাও পড়িল। অতঃপর সে যখন প্রত্যাবর্তন করিল, তখন তিনি তাহাকে ভীষণ বেত্রাঘাত করিলেন এবং বলিলেন-“যা, আমার যাহা তাহা নিয়া আসগে, উহাতে তসরূপ চলিবে না।”
بَابُ أَدَبِ الْخَادِمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ، عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ يَزِيدَ بْنَ عَبْدِ اللهِ بْنِ قُسَيْطٍ قَالَ: أَرْسَلَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ غُلاَمًا لَهُ بِذَهَبٍ أَوْ بِوَرِقٍ، فَصَرَفَهُ، فَأَنْظَرَ بِالصَّرْفِ، فَرَجَعَ إِلَيْهِ فَجَلَدَهُ جَلْدًا وَجِيعًا وَقَالَ: اذْهَبْ، فَخُذِ الَّذِي لِي، وَلاَ تَصْرِفْهُ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৭১
৯০- খাদেমকে শাসন করা
১৭১. হযরত আবু মাসউদ (রাযিঃ) বলেন, একদা আমি আমার এক গােলামকে প্রহার করিতেছিলাম, এমন, সময় আমার পিছন দিক হইতে আওয়াজ শুনিতে পাইলাম, হে আবু মাসউদ! নিশ্চয়ই উহার উপর তােমার যতটুকু ক্ষমতা আছে আল্লাহ তােমার উপর তার চাইতে অধিকতর ক্ষমতাবান। আমি ফিরিয়া তাকাইতেই দেখি, রাসূলুল্লাহ্ (ﷺ) কথা বলিতেছেন। বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর ওয়াস্তে আমি উহাকে আযাদ করিয়া দিলাম। ফরমাইলেনঃ যদি তুমি উহা না করিতে, তবে দোযখ তােমাকে অবশ্যই স্পর্শ করিত অথবা দোযখ তােমাকে অবশ্যই গ্রাস করিত।
بَابُ أَدَبِ الْخَادِمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ: كُنْتُ أَضْرِبُ غُلاَمًا لِي، فَسَمِعْتُ مِنْ خَلْفِي صَوْتًا: اعْلَمْ أَبَا مَسْعُودٍ، لَلَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ، فَالْتَفَتُّ فَإِذَا هُوَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، قُلْتُ: يَا رَسُولَ اللهِ، فَهُوَ حُرٌّ لِوَجْهِ اللهِ، فَقَالَ: أَمَا لَوْ لَمْ تَفْعَلْ لَمَسَّتْكَ النَّارُ أَوْ لَلَفَحَتْكَ النَّارُ.

তাহকীক:
তাহকীক চলমান