আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৫৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৮৩-অসদ্ব্যবহার।
১৫৯. জুবায়র ইবন নুফায়র তাঁহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, হযরত আবু দারদা (রাযিঃ) লােকদিগকে প্রায়ই বলিতেনঃ পশু চিকিৎসকগণ পশুদিগকে যেমন চিনিতে পারে; আমি তােমাদিগকে তাহার চাইতে অধিক চিনি। তােমাদের মধ্যকার উত্তম ও অধমদিগকে আমি সম্যকরূপে চিনি। তােমাদের মধ্যকার উত্তম হইল তাহারা-যাহাদের নিকট মঙ্গল প্রত্যাশা করা যায় এবং তাহাদের অনিষ্ট হইতে সকলেই নিরাপদবােধ করে, আর তােমাদের মধ্যকার মন্দলােক হইল উহারা-যাহাদের নিকট মঙ্গলের প্রত্যাশ্য করা চলে না বা তাহাদের অনিষ্ট হইতেও কেহ নিরাপদ বােধ করে না এবং তাহাদের প্রতিশ্রুত দাসেরা মুক্তি পায় না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ سُوءِ الْمَلَكَةِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، أَنَّهُ كَانَ يَقُولُ لِلنَّاسِ: نَحْنُ أَعْرَفُ بِكُمْ مِنَ الْبَيَاطِرَةِ بِالدَّوَابِّ، قَدْ عَرَفْنَا خِيَارَكُمْ مِنْ شِرَارِكُمْ. أَمَّا خِيَارُكُمُ: الَّذِي يُرْجَى خَيْرُهُ، وَيُؤْمَنُ شَرُّهُ. وَأَمَّا شِرَارُكُمْ: فَالَّذِي لاَ يُرْجَى خَيْرُهُ، وَلاَ يُؤْمَنُ شَرُّهُ، وَلاَ يُعْتَقُ مُحَرَّرُهُ.
তাহকীক: