আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২২
৬৭- কোন প্রতিবেশীনী তাহার অপর কোন প্রতিবেশীনীকে সামান্যতম বকরীর ক্ষুর উপহার দেওয়াকেও অবমাননা মনে করিবে না
১২২। আমর ইবন মু'আয আশহালী তাহার দাদীর প্রমুখাৎ বর্ণনা করেন যে তিনি বলিয়াছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে লক্ষ্য করিয়া বলিয়াছেনঃ হে বিশ্বাসী নারীকুল! তােমাদের মধ্যকার কোন নারী যেন তাহার কোন প্রতিবেশীনীকে কস্মিনকালেও অবমাননা না করে-যদিও তাহা ছাগলের পােড়া ক্ষুর এর মত সামান্যও হয়।
بَابُ لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ فِرْسِنُ شَاةٍ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَمْرِو بْنِ مُعَاذٍ الأَشْهَلِيِّ، عَنْ جَدَّتِهِ، أَنَّهَا قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: يَا نِسَاءَ الْمُؤْمِنَاتِ، لاَ تَحْقِرَنَّ امْرَأَةٌ مِنْكُنَّ لِجَارَتِهَا، وَلَوْ كُرَاعُ شَاةٍ مُحَرَّقٍ.

তাহকীক:
তাহকীক চলমান
