আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৯
৫৯- নিকট হইতে নিকটতর প্রতিবেশী
১০৯। হযরত হাসান (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, তাঁহাকে প্রশ্ন করা হইল যে, প্রতিবেশী কাহাকে বলে? তিনি বলিলেনঃ নিজের ঘর হইতে সম্মুখের চল্লিশ ঘর, পশ্চাতের চল্লিশ ঘর, এবং বাম পাশের চল্লিশ ঘর (-এর অধিবাসী লােকজনই প্রতিবেশী পদবাচ্য)।
بَابُ الاَدْنَى فَالادْنَى مِنَ الْجِيرَانِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْوَلِيدِ بْنِ دِينَارٍ، عَنِ الْحَسَنِ، أَنَّهُ سُئِلَ عَنِ الْجَارِ، فَقَالَ: أَرْبَعِينَ دَارًا أَمَامَهُ، وَأَرْبَعِينَ خَلْفَهُ، وَأَرْبَعِينَ عَنْ يَمِينِهِ، وَأَرْبَعِينَ عَنْ يَسَارِهِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১০
৫৯- নিকট হইতে নিকটতর প্রতিবেশী
১১০। আলকামা ইবুন বাজালা ইবুন যায়িদ (রাযিঃ) বলেন, আমি শুনিয়াছি হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলিয়াছেনঃ নিকটবর্তী প্রতি প্রতিবেশীকে বাদ দিয়া দূরবর্তী প্রতিবেশী হইতে (উপঢৌকনাদি প্রেরণ) শুরু করিবে না বরং দূরবর্তী জনের পূর্বে নিকটবর্তী জন হইতে শুরু করিবে।
بَابُ الاَدْنَى فَالادْنَى مِنَ الْجِيرَانِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ: أَخْبَرَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَلْقَمَةُ بْنُ بَجَالَةَ بْنِ زَيْدٍ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ قَالَ: وَلاَ يَبْدَأُ بِجَارِهِ الأَقْصَى قَبْلَ الأَدْنَى، وَلَكِنْ يَبْدَأُ بِالأَدْنَى قَبْلَ الأَقْصَى.

তাহকীক:
তাহকীক চলমান