আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৩
৫৬- প্রতিবেশীর হক
১০৩। মিকদাদ ইবনুল আসওয়াদ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একদা তাঁহার সাহাবাগণকে ব্যভিচার সম্পর্কে জিজ্ঞাসা করিলেন (যে উহা কেমন? উত্তরে) তাঁহারা বলিলেন ঃ হারাম, আল্লাহ্ ও আল্লাহর রাসূল উহাকে হারাম সাব্যস্ত করিয়াছেন। তখন তিনি ফরমাইলেন ঃ কোন ব্যক্তি দশটি নারীর সহিত ব্যভিচারে লিপ্ত হইলেও উহা তাহার প্রতিবেশীর স্ত্রীর সহিত ব্যভিচারে লিপ্ত হওয়ার তুলনায় লঘুতর (পাপ)। অতঃপর আবার ফরমাইলেন ঃ কোন ব্যক্তির দশ ঘরের লােকজনের বস্তু সামগ্রী চুরি করা তাহার প্রতিবেশীর ঘরে চুরি করার চাইতে লঘুতর।
بَابُ حَقِّ الْجَارِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حُمَيْدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدٍ قَالَ: سَمِعْتُ أَبَا ظَبْيَةَ الْكَلاَعِيَّ قَالَ: سَمِعْتُ الْمِقْدَادَ بْنَ الأَسْوَدِ يَقُولُ: سَأَلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَصْحَابَهُ عَنِ الزِّنَا؟ قَالُوا: حَرَامٌ، حَرَّمَهُ اللَّهُ وَرَسُولُهُ، فَقَالَ: لأَنْ يَزْنِيَ الرَّجُلُ بِعَشْرِ نِسْوَةٍ، أَيْسَرُ عَلَيْهِ مِنْ أَنْ يَزْنِيَ بِامْرَأَةِ جَارِهِ، وَسَأَلَهُمْ عَنِ السَّرِقَةِ؟ قَالُوا: حَرَامٌ، حَرَّمَهَا اللَّهُ عَزَّ وَجَلَّ وَرَسُولُهُ، فَقَالَ: لأَنْ يَسْرِقَ مِنْ عَشَرَةِ أَهْلِ أَبْيَاتٍ، أَيْسَرُ عَلَيْهِ مِنْ أَنْ يَسْرِقَ مِنْ بَيْتِ جَارِهِ.

তাহকীক:
তাহকীক চলমান