আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৫
৫৩- যে দয়া করে না, সে দয়া পায় না
৯৫। হযরত আবু সাঈদ (রাযিঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি ফরমাইয়াছেন ঃ যে দয়া করে না সে দয়া পায় না।
بَابُ مَنْ لا يَرْحَمُ لا يُرْحَمُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاءِ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ شَيْبَانَ، عَنْ فِرَاسٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৯৬
৫৩- যে দয়া করে না, সে দয়া পায় না
৯৬। হযরত জারীর ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইয়াছেন ঃ আল্লাহ্ তা'আলা সে ব্যক্তিকে দয়া করিবেন না, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না।
بَابُ مَنْ لا يَرْحَمُ لا يُرْحَمُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ، قَالَ: أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، وَأَبِي ظَبْيَانَ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لا يَرْحَمُ النَّاسَ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৯৭
৫৩- যে দয়া করে না, সে দয়া পায় না
৯৭। হযরত জারীর ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইয়াছেন ঃ “যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ্ তাহাকে দয়া করেন না।”
بَابُ مَنْ لا يَرْحَمُ لا يُرْحَمُ
وَعَنْ عَبْدَةَ، عَنِ ابْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ لا يَرْحَمُهُ اللَّهُ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৯৮
৫৩- যে দয়া করে না, সে দয়া পায় না
৯৮। হযরত আয়েশ (রাযিঃ) বলেন, একদা একদল বেদুইন নবী করীম (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইল। তাহাদের একজন বলিল, ইয়া রাসূলাল্লাহ্ ! আপনারা কি শিশুদিগকে চুমু খান ? আল্লাহর কসম! আমরা তাে তাহাদিগকে চুমু খাই না ! তখন রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইলেন ঃ আল্লাহ তা'আলা যদি তােমাদের
অন্তর হইতে একান্তই রহমত (দয়া) উঠাইয়া নেন, তবে আমি তাহার কী করিতে পারি ?
অন্তর হইতে একান্তই রহমত (দয়া) উঠাইয়া নেন, তবে আমি তাহার কী করিতে পারি ?
بَابُ مَنْ لا يَرْحَمُ لا يُرْحَمُ
وَعَنْ عَبْدَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم نَاسٌ مِنَ الأعْرَابِ، فَقَالَ لَهُ رَجُلٌ مِنْهُمْ: يَا رَسُولَ اللهِ، أَتُقَبِّلُونَ الصِّبْيَانَ، فَوَاللَّهِ مَا نُقَبِّلُهُمْ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: أَوَ أَمْلِكُ إِنْ كَانَ اللَّهُ عَزَّ وَجَلَّ نَزَعَ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ؟.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৯৯
৫৩- যে দয়া করে না, সে দয়া পায় না
৯৯। হযরত আবু উসমান (রাযিঃ) বলেন ঃ একদা হযরত উমর (রাযিঃ) এক ব্যক্তিকে কর্মে নিয়ােগ করিলেন। তখন সেই কর্মচারীকে বলিল, আমার এত এত সন্তান রহিয়াছে। কই, তাহাদের কোন একটিকেও তাে কোন দিন একটি চুমু খাইলাম না ! তখন উমর (রাযিঃ) ভাবিলেন, অথবা হযরত উমর (রাযিঃ) বলিলেনঃ আল্লাহ্ তা'আলা তাঁহার বান্দাগণের মধ্য হইতে সদাচারীদিগকে ছাড়া আর কাহাকেও ভালবাসেন না।
بَابُ مَنْ لا يَرْحَمُ لا يُرْحَمُ
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، أَنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ اسْتَعْمَلَ رَجُلاً، فَقَالَ الْعَامِلُ: إِنَّ لِي كَذَا وَكَذَا مِنَ الْوَلَدِ، مَا قَبَّلْتُ وَاحِدًا مِنْهُمْ، فَزَعَمَ عُمَرُ، أَوْ قَالَ عُمَرُ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لاَ يَرْحَمُ مِنْ عِبَادِهِ إِلاَّ أَبَرَّهُمْ.

তাহকীক:
তাহকীক চলমান