আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮০
৪৩– স্বামী কর্তৃক প্রত্যাখ্যাত কন্যা প্রতিপালন
৮০। মুসা ইব্ন উলাই (আলী নহে) তাঁহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) সুরাকা ইবন জুসামকে লক্ষ্য করিয়া বলিলেন-“আমি কি তােমাকে শ্রেষ্টতম সাদাকা অথবা অন্যতম শ্রেষ্ট সাদাকা সম্পর্কে অবহিত করিব না? তিনি বলিলেন ঃ আলবৎ ইয়া রাসূলাল্লাহ্! তখন তিনি ফরমাইলেন ঃ তােমার কাছে (স্বামী কর্তৃক) প্রত্যাখ্যান অবস্থায় আগতা তােমার কন্যা- তুমি ছাড়া তাহার জন্য উপার্জনকারী আর কেহই নাই (তাহাকে প্রতিপালন করা)।
بَابُ فَضْلِ مَنْ عَالَ ابْنَتَهُ الْمَرْدُودَةَ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِسُرَاقَةَ بْنِ جُعْشُمٍ: أَلاَ أَدُلُّكَ عَلَى أَعْظَمِ الصَّدَقَةِ، أَوْ مِنْ أَعْظَمِ الصَّدَقَةِ؟ قَالَ: بَلَى يَا رَسُولَ اللهِ، قَالَ: ابْنَتُكَ مَرْدُودَةٌ إِلَيْكَ، لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرُكَ.

তাহকীক:
তাহকীক চলমান