আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৮০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ ৪৩– স্বামী কর্তৃক প্রত্যাখ্যাত কন্যা প্রতিপালন
৮০। মুসা ইব্ন উলাই (আলী নহে) তাঁহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) সুরাকা ইবন জুসামকে লক্ষ্য করিয়া বলিলেন-“আমি কি তােমাকে শ্রেষ্টতম সাদাকা অথবা অন্যতম শ্রেষ্ট সাদাকা সম্পর্কে অবহিত করিব না? তিনি বলিলেন ঃ আলবৎ ইয়া রাসূলাল্লাহ্! তখন তিনি ফরমাইলেন ঃ তােমার কাছে (স্বামী কর্তৃক) প্রত্যাখ্যান অবস্থায় আগতা তােমার কন্যা- তুমি ছাড়া তাহার জন্য উপার্জনকারী আর কেহই নাই (তাহাকে প্রতিপালন করা)।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ فَضْلِ مَنْ عَالَ ابْنَتَهُ الْمَرْدُودَةَ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِسُرَاقَةَ بْنِ جُعْشُمٍ: أَلاَ أَدُلُّكَ عَلَى أَعْظَمِ الصَّدَقَةِ، أَوْ مِنْ أَعْظَمِ الصَّدَقَةِ؟ قَالَ: بَلَى يَا رَسُولَ اللهِ، قَالَ: ابْنَتُكَ مَرْدُودَةٌ إِلَيْكَ، لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرُكَ.
তাহকীক: