আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৬৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩২- আত্মীয়তা বন্ধন ছেদনকারীর পাপ
৬৪। জুবায়র ইবন মুঈম (রাযিঃ) বলেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বণিতে শুনিয়াছেন ও আত্মীয়তা ছেদনকারী বেহেশতে প্রবেশ করিবে না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِثْمِ قَاطِعِ الرَّحِمِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ قَالَ: حَدَّثَنِي عَقِيلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ رَحِمٍ.
হাদীস নং: ৬৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩২- আত্মীয়তা বন্ধন ছেদনকারীর পাপ
৬৫। হযরত আবু হুরায়রা (রাযিঃ) রিওয়ায়েত করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইয়াছেন ঃ রেহেম' (রক্তের বাঁধন) রহমানের অংশবিশেষ। সে বলিবে-“হে প্রভু পরােয়ারদিগার! আমি মযলুম, আমি ছিন্নকৃত! প্রভাে ! আমি আমি.....।” তখন আল্লাহ্ তা'আলা জবাব দিবেন, তুমি কি সন্তুষ্ট নও যে, যে তােমাকে ছিন্ন করিবে, আমি তাহাকে ছিন্ন করিব এবং যে তােমাকে যুক্ত করিবে, আমি তাহাকে যুক্ত করিব?
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِثْمِ قَاطِعِ الرَّحِمِ
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ كَعْبٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يُحَدِّثُ، عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ: إِنَّ الرَّحِمَ شُجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، تَقُولُ: يَا رَبِّ، إِنِّي ظُلِمْتُ، يَا رَبِّ، إِنِّي قُطِعْتُ، يَا رَبِّ، إِنِّي إِنِّي، يَا رَبِّ، يَا رَبِّ. فَيُجِيبُهَا: أَلاَ تَرْضَيْنَ أَنْ أَقْطَعَ مَنْ قَطَعَكِ، وَأَصِلَ مَنْ وَصَلَكِ؟.
হাদীস নং: ৬৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩২- আত্মীয়তা বন্ধন ছেদনকারীর পাপ
৬৬। সাঈদ ইবন সামআন (রাযিঃ) বর্ণনা করেন, আমি আবু হুরায়রা (রাযিঃ) কে বালকদের এবং নির্বোধদের নেতৃত্ব- কর্তৃত্ব হইতে শরণ প্রার্থনা করিতে শুনিয়াছি। রাবী সাঈদ ইবন সা'আন (রাযিঃ) বলেন, ইবন হাসানা জুহানী তাহাকে বলিয়াছেন, তিনি আবু হুরায়রা (রাযিঃ)-কে প্রশ্ন করিয়াছিলেন যে, উহার নিদর্শন কি? জবাবে তিনি বলিলেন ঃ (উহার নিদর্শন হইল) আত্মীয়তা-বন্ধন ছিন্ন করা হইবে, বিভ্রান্তকারীর আনুগত্য করা হইবে এবং সৎপথ প্রদর্শনকারীর অবাধ্যতা করা হইবে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِثْمِ قَاطِعِ الرَّحِمِ
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ سَمْعَانَ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَتَعَوَّذُ مِنْ إِمَارَةِ الصِّبْيَانِ وَالسُّفَهَاءِ. فَقَالَ سَعِيدُ بْنُ سَمْعَانَ: فَأَخْبَرَنِي ابْنُ حَسَنَةَ الْجُهَنِيُّ أَنَّهُ قَالَ لأَبِي هُرَيْرَةَ: مَا آيَةُ ذَلِكَ؟ قَالَ: أَنْ تُقْطَعَ الأَرْحَامُ، وَيُطَاعَ الْمُغْوِي، وَيُعْصَى الْمُرْشِدُ.
তাহকীক: