আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৫-পিতামাতার অবাধ্যতার শাস্তি।
২৯। হযরত আবু বাকরা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ পিতামাতার অবাধ্যতা এবং আত্মীয়তা ছেদনের মত শীঘ্রই (অর্থাৎ জীবদ্দশায়) শাস্তিযােগ্য পাপ আর কিছুই নাই। পরকালের নির্ধারিত শাস্তি তাে আছেই।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ عُقُوبَةِ عُقُوقِ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ، قَالَ‏:‏ حَدَّثَنَا عُيَيْنَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُعَجَّلَ لِصَاحِبِهِ الْعُقُوبَةُ مَعَ مَا يُدَّخَرُ لَهُ، مِنَ الْبَغِيِّ وَقَطِيعَةِ الرَّحِمِ.
হাদীস নং: ৩০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৫-পিতামাতার অবাধ্যতার শাস্তি।
৩০। হযরত ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ তােমরা ব্যভিচার, মদ্যপান এবং চুরি সম্পর্কে কি বল ? সাহাবাগণ আরয করিলেন ঃ আল্লাহ্ এবং তদীয় রাসূলই সর্বাধিক জ্ঞাত। ফরমাইলেন ঃ এগুলি হইতেছে জঘন্য পাপাচার এবং এগুলির জন্য ভীষণ শাস্তি রহিয়াছে। আরাে ফরমাইলেনঃ “আমি কি তােমাদিগকে সবচাইতে বড় কবীরা গােনাহ সম্পর্কে অবহিত করিব না ? উহা হইতেছে আল্লাহর সহিত শিক করা এবং পিতামাতার অবাধ্যতা।” তিনি হেলান দিয়া বসা অবস্থায় ছিলেন। এবার সােজা হইয়া বসিয়া গেলেন এবং ফরমাইলেন ঃ এবং মিথ্যা ভাষণ।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ عُقُوبَةِ عُقُوقِ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا الْحَكَمُ بْنُ عَبْدِ الْمَلِكِ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ‏:‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ مَا تَقُولُونَ فِي الزِّنَا، وَشُرْبِ الْخَمْرِ، وَالسَّرِقَةِ‏؟‏ قُلْنَا‏:‏ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ‏:‏ هُنَّ الْفَوَاحِشُ، وَفِيهِنَّ الْعُقُوبَةُ، أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ‏؟‏ الشِّرْكُ بِاللَّهِ عَزَّ وَجَلَّ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَكَانَ مُتَّكِئًا فَاحْتَفَزَ قَالَ‏:‏ وَالزُّورُ‏.‏