আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:
৪- পিতামাতার যুলুম সত্ত্বেও তাঁহাদের প্রতি সদ্ব্যবহার।
৭। হযরত ইবন আব্বাস (রাযিঃ) বলেন, এমন কোন মুসলমান নাই-যাহার মুসলিম পিতামাতা রহিয়াছেন এবং সে প্রত্যুষে তাঁহাদের কুশলবার্তা জিজ্ঞাসা করে অথচ আল্লাহ্ তা'আলা তাহার জন্য বেহেশতের দুইটি দরজা খুলিয়া না দেন। আর যদি একজন থাকেন তবে একটি দরজা। আর যদি সে ব্যক্তি তাঁহাদের মধ্যকার কোন একজনকে অসন্তুষ্ট করে, তবে যতক্ষণ পর্যন্ত সে তাহাকে সন্তুষ্ট না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ্ তাহার উপর সন্তুষ্ট হন না। জিজ্ঞাসা করা হইলঃ যদি তাহার উপর যুলুম করেন, তবুও কি? ফরমাইলেনঃ হ্যাঁ, যদি তাহার উপর যুলুমও করেন তবুও। এই মারফু হাদীসের দ্বারা উক্ত মাউকুফ হাদীসের মর্ম সুপ্রতিষ্ঠিত হইয়া যায়।
بَابُ بِرِّ وَالِدَيْهِ وَإِنْ ظَلَمَا
حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادٌ هُوَ ابْنُ سَلَمَةَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ سَعِيدٍ الْقَيْسِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ‏:‏ مَا مِنْ مُسْلِمٍ لَهُ وَالِدَانِ مُسْلِمَانِ يُصْبِحُ إِلَيْهِمَا مُحْتَسِبًا، إِلاَّ فَتْحَ لَهُ اللَّهُ بَابَيْنِ يَعْنِي‏:‏ مِنَ الْجَنَّةِ وَإِنْ كَانَ وَاحِدًا فَوَاحِدٌ، وَإِنْ أَغْضَبَ أَحَدَهُمَا لَمْ يَرْضَ اللَّهُ عَنْهُ حَتَّى يَرْضَى عَنْهُ، قِيلَ‏:‏ وَإِنْ ظَلَمَاهُ‏؟‏ قَالَ‏:‏ وَإِنْ ظَلَمَاهُ‏.‏