আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৫৪
স্ত্রীর উপর স্বামীর অধিকার।
৯৫৪। হুসাইন ইবনে মুহসিন (রাহঃ) থেকে বর্ণিত। তার ফুফু রাসূলুল্লাহ ﷺ -এর কাছে এলেন । তিনি বর্ণনা করেন যে, তার কাছে রাসূলুল্লাহ ﷺ আর জিজ্ঞেস করলেনঃ “তোমার কি স্বামী আছে?” তিনি বলেন, হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞেস করলেনঃ “তার সাথে তোমার কিরূপ সম্পর্ক? তিনি বলেন, আমি (তার খেদমত করতে এবং তাকে সন্তুষ্ট করতে) চেষ্টার ত্রুটি করি না, যদি কোন প্রতিবন্ধকতার সম্মুখীন না হই। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “ লক্ষ্য রেখো, তুমি কোথায় আছো । সে-ই তোমার বেহেশত অথবা দোযখ।"
بَابُ: حَقِّ الزَّوْجِ عَلَى الْمَرْأَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَخْبَرَنِي بَشِيرُ بْنُ يَسَارٍ، أَنَّ حُصَيْنَ بْنَ مِحْصَنٍ أَخْبَرَهُ، أَنَّ عَمَّةً، لَهُ أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَّهَا زَعَمَتْ، أَنَّهُ قَالَ لَهَا: " أَذَاتُ زَوْجٍ أَنْتِ؟ فَقَالَتْ: نَعَمْ، فَزَعَمَتْ أَنَّهُ قَالَ لَهَا: كَيْفَ أَنْتِ لَهُ؟ فَقَالَتْ: مَا آلُوهُ إِلا مَا عَجَزْتُ عَنْهُ، قَالَ: فَانْظُرِي أَيْنَ أَنْتِ مِنْهُ، فَإِنَّمَا هُوَ جَنَّتُكِ أَوْ نَارُكِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান