আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৯৪
- বিবিধ প্রসঙ্গ।
কুকুর পোষা।
৮৯৪। সুফিয়ান ইবনে আবু যুহাইর (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছিঃ “কৃষিক্ষেত অথবা মেষপাল পাহারা দেয়ার প্রয়োজন ব্যতীত কোন ব্যক্তি কুকুর পোষলে প্রতিদিন তার আমল থেকে একটি করে কীরাত** ঘাটতি হতে থাকে।" সায়েব ইবনে ইয়াযীদ (রাহঃ) বলেন, আমি জিজ্ঞেস করলাম, আপনি (সুফিয়ান) কি সরাসরি রাসূলুল্লাহ ﷺ -এর কাছে একথা শুনেছেন? তিনি বলেন, হ্যাঁ, কাবার প্রভুর শপথ এবং এই মসজিদের (মসজিদে নববী) প্রভুর শপথ ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, কোন প্রয়োজন ব্যতীত কুকুর পোষা মাকরূহ। কিন্তু বাড়ি-ঘড়, মেষ-বকরীর পাল এবং কৃষি জমীর পাহারা দেয়ার উদ্দেশ্যে কুকুর পোষায় দোষ নেই।
الابواب الجامعة
بَابُ: اقْتِنَاءِ الْكَلْبِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ سُفْيَانَ بْنَ أَبِي زُهَيْرٍ، وَهُوَ رَجُلٌ مِنْ شَنُوءَةَ، وَهُوَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ أُنَاسًا مَعَهُ، وَهُوَ عِنْدَ بَابِ الْمَسْجِدِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنِ اقْتَنَى كَلْبًا لا يُغْنِي بِهِ زَرْعًا، وَلا ضَرْعًا نُقِصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ» .
قَالَ: قُلْتُ، أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: إِي وَرَبِّ الْكَعْبَةِ، وَرَبِّ هَذَا الْمَسْجِدِ.
قَالَ مُحَمَّدٌ: يُكْرَهُ اقْتِنَاءُ الْكَلْبِ لِغَيْرِ مَنْفَعَةٍ، فَأَمَّا كَلْبُ الزَّرْعِ أَوِ الضَّرْعِ أَوِ الصَّيْدِ أَوِ الْحَرَسِ فَلا بَأْسَ بِهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৯৫
- বিবিধ প্রসঙ্গ।
কুকুর পোষা।
৮৯৫। ইবরাহীম নাখঈ (রাহঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ ঘনবসতি থেকে দূরে বসবাসকারী পরিবারসমূহকে কুকুর পোষার অনুমতি দিয়েছেন ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ঘর-বাড়ির হেফাজতের জন্য এই অনুমতি দেয়া হয়েছে।
الابواب الجامعة
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، قَالَ: «رَخَّصَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لأَهْلِ الْبَيْتِ الْقَاصِي فِي الْكَلْبِ يَتَّخِذُونَهُ» .
قَالَ مُحَمَّدٌ: فَهَذَا لِلْحَرَسِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৯৬
- বিবিধ প্রসঙ্গ।
কুকুর পোষা।
৮৯৬। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, যে ব্যক্তি কুকুর পোষে, তার আমল থেকে প্রতিদিন দুই কীরাত করে কাটা যায়। তবে কৃষিক্ষেত পাহারা দেয়ার কুকুর এবং শিকারী কুকুর পোষা জায়েয।
الابواب الجامعة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: " مَنِ اقْتَنَى كَلْبًا، إِلا كَلْبَ مَاشِيَةٍ، أَوْ ضَارِيًا، نُقِصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ
tahqiq

তাহকীক: