আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৬- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৫১
অন্যের হারানো জিনিস পাওয়া গেলে তার বিধান।
৮৫১। ইবনে শিহাব যুহরী (রাহঃ) থেকে বর্ণিত। হযরত উমার (রাযিঃ)-র যমানায় হারানো উট ধরে রাখা হতো না। এমনকি তা বাচ্চা প্রসব করতো, কিন্তু কেউ তাতে হাত লাগাতো না। এভাবে যখন উছমান (রাযিঃ)র-র যুগ এলো তখন তিনি তা চিনে রাখার এবং হারানো প্রাপ্তির ঘোষণা দেয়ার নির্দেশ দিলেন। এরপর (মালিক না পাওয়া গেলে) তা বিক্রি করে দেয়া হতো। অতঃপর মালিক এসে গেলে তাকে বিক্রয়লব্ধ অর্থ ফেরত দেয়া হতো।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, উভয় পন্থাই উত্তম। ইমাম চাইলে তা মুক্ত ছেড়ে দিবে এবং তার মালিক এসে তা হস্তগত করবে। যদি এর ক্ষতি হওয়ার আশংকা থাকে অথবা তা দেখাশুনা করার মতো লোক না থাকে, তবে তা বিক্রি করে দিবে এবং এর বিক্রয়মূল্য নিজের কাছে রাখবে। অতঃপর তার মালিক এসে গেলে কোন দোষ নেই (তাকে মূল্য ফেরত দিবে)।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, উভয় পন্থাই উত্তম। ইমাম চাইলে তা মুক্ত ছেড়ে দিবে এবং তার মালিক এসে তা হস্তগত করবে। যদি এর ক্ষতি হওয়ার আশংকা থাকে অথবা তা দেখাশুনা করার মতো লোক না থাকে, তবে তা বিক্রি করে দিবে এবং এর বিক্রয়মূল্য নিজের কাছে রাখবে। অতঃপর তার মালিক এসে গেলে কোন দোষ নেই (তাকে মূল্য ফেরত দিবে)।
كتاب اللقطة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ الزُّهْرِيُّ، أَنَّ ضَوَالَّ الإِبِلِ كَانَتْ فِي زَمَنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ إِبِلا مُرْسَلَةً تَنَاتَجُ، لا يَمَسُّهَا أَحَدٌ، حَتَّى إِذَا كَانَ مِنْ زَمَنِ عُثْمَانَ بْنِ عَفَّانَ أَمَرَ بِمَعْرِفَتِهَا، وَتَعْرِيفِهَا، ثُمَّ تُبَاعُ، فَإِذَا جَاءَ صَاحِبُهَا أُعْطِيَ ثَمَنَهَا ".
قَالَ مُحَمَّدٌ: كِلَا الْوَجْهَيْنِ حَسَنٌ، إِنْ شَاءَ الإِمَامُ تَرَكَهَا حَتَّى يَجِيءَ أَهْلُهَا، فَإِنْ خَافَ عَلَيْهَا الضَّيْعَةَ، أَوْ لَمْ يَجِدْ مَنْ يَرْعَاهَا فَبَاعَهَا، وَوَقَّفَ ثَمَنَهَا حَتَّى يَأْتِيَ أَرْبَابُهَا فَلا بَأْسَ بِذَلِكَ
قَالَ مُحَمَّدٌ: كِلَا الْوَجْهَيْنِ حَسَنٌ، إِنْ شَاءَ الإِمَامُ تَرَكَهَا حَتَّى يَجِيءَ أَهْلُهَا، فَإِنْ خَافَ عَلَيْهَا الضَّيْعَةَ، أَوْ لَمْ يَجِدْ مَنْ يَرْعَاهَا فَبَاعَهَا، وَوَقَّفَ ثَمَنَهَا حَتَّى يَأْتِيَ أَرْبَابُهَا فَلا بَأْسَ بِذَلِكَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৫২
অন্যের হারানো জিনিস পাওয়া গেলে তার বিধান।
৮৫২। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি পথে পড়ে থাকা জিনিস পেয়ে তা নিয়ে ইবনে উমার (রাযিঃ)-র কাছে এসে বলে, আমি পতিত জিনিস পেয়েছি। এ ব্যাপারে আপনি আমাকে কি করতে বলেন? ইবনে উমার (রাযিঃ) বলেন, এ সম্পর্কে ঘোষণা দিতে থাকো। সে বললো, তা করেছি। তিনি বলেন, আরো ঘোষণা দিতে থাকো। সে বললো, কয়েক বার ঘোষণা দিয়েছি। তিনি বলেন, আমি তোমাকে এটা খাওয়ার নির্দেশ দিতে পারি না। তুমি ইচ্ছা করলে তা নাও তুলে নিতে পারতে (এখন এর হেফাজত করা তোমার কর্তব্য, কেননা এটা তোমার কাছে একটি আমানত)।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ رَجُلا وَجَدَ لُقَطَةً، فَجَاءَ إِلَى ابْنِ عُمَرَ، فَقَالَ: إِنِّي وَجَدْتُ لُقَطَةً، فَمَا تَأْمُرُنِي فِيهَا؟ قَالَ ابْنُ عُمَرَ: عَرِّفْهَا، قَالَ: قَدْ فَعَلْتُ، قَالَ: زِدْ، قَالَ: قَدْ فَعَلْتُ، قَالَ: لا آمُرُكَ أَنْ تَأْكُلَهَا، لَوْ شِئْتَ لَمْ تَأْخُذْهَا

তাহকীক:
তাহকীক চলমান