আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৮৯
কোন ব্যক্তি তার পণ্য ধারে বিক্রি করলো এবং মূল্য পরিশোধ করার পূর্বে ক্রেতা দেউলিয়া হয়ে গেলো।
৭৮৯ । আবু বাকর ইবনে আব্দুর রহমান ইবনুল হারিছ ইবনে হিশাম (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ যে কোন ব্যক্তি (ধারে) পণ্যদ্রব্য বিক্রি করলো । অতঃপর ক্রেতা দেউলিয়া হয়ে গেলো এবং বিক্রেতা তার পণ্যের কোন মূল্য আদায় করতে পারলো না। কিন্তু নিজের পণ্য অবিকল তার কাছে পেয়ে গেলো। এ ক্ষেত্রে সে তার পণ্য ফেরত পাওয়ার ব্যাপারে (অন্যান্য পাওনাদারের তুলনায়) অগ্রাধিকার পাবে। আর মূল্য পরিশোধের পূর্বেই যদি ক্রেতা মারা যায়, তবে সে অন্যান্য পাওনাদারের সমতুল্য গণ্য হবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ক্রেতা যদি মারা যায় এবং পণ্যও হস্তগত করে থাকে, তবে বিক্রেতা অন্যান্য পাওনাদারের মতো একজন সাধারণ পাওনাদার হিসাবে গণ্য হবে। আর ক্রেতা যদি পণ্য হস্তগত না করে থাকে তাহলে বিক্রেতা অন্যান্য পাওনাদারের তুলনায় অগ্রাধিকার পাবে। এমনকি সে তার পূর্ণ পাওনা ফেরত পাবে। অনুরূপভাবে ক্রেতা দেউলিয়া সাব্যস্ত হলে এবং পণ্য হস্তগত না করে থাকলে বিক্রেতা তার পণ্য ফেরত পাওয়ার ব্যাপারে অগ্রাধিকার পাবে এবং প্রথমে তার সমস্ত পাওনা পরিশোধ করে দিতে হবে।
بَابُ: الرَّجُلِ يَبِيعُ الْمَتَاعَ بِنَسِيئَةٍ فَيُفْلِسُ الْمُبْتَاعُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَيُّمَا رَجُلٍ بَاعَ مَتَاعًا، فَأَفْلَسَ الَّذِي ابْتَاعَهُ، وَلَمْ يَقْبِضِ الَّذِي بَاعَهُ مِنْ ثَمَنِهِ شَيْئًا فَوَجَدَهُ بِعَيْنِهِ فَهُوَ أَحَقُّ بِهِ، وإِنْ مَاتَ الْمُشْتَرِي فَصَاحِبُ الْمَتَاعِ فِيهِ أُسْوَةٌ لِلْغُرَمَاءِ» .
قَالَ مُحَمَّدٌ: إِذَا مَاتَ وَقَدْ قَبَضَهُ فَصَاحِبُهُ فِيهِ أُسْوَةٌ لِلْغُرَمَاءِ، وَإِنْ كَانَ لَمْ يَقْبِضِ الْمُشْتَرِي فَهُوَ أَحَقُّ بِهِ مِنْ بَقِيَّةِ الْغُرَمَاءِ حَتَّى يَسْتَوْفِيَ حَقَّهُ، وَكَذَلِكَ إِنْ أَفْلَسَ الْمُشْتَرِي، وَلَمْ يَقْبِضْ مَا يَشْتَرِي، فَالْبَائِعُ أَحَقُّ بِمَا بَاعَ حَتَّى يَسْتَوْفِيَ حَقَّهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান