আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৪- শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৫২
- শপথ ও মান্নতের অধ্যায়
কোন ব্যক্তি মানত অপূর্ণ রেখে মারা গেলে।
৭৫২। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। সাদ ইবনে উবাদা (রাযিঃ) রাসূলুল্লাহ ﷺ -এর কাছে মাসআলা জিজ্ঞেস করলেন, আমার মা মারা গেছেন, তার একটি মানত ছিল, যা তিনি পূর্ণ করার সুযোগ পাননি। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ তার পক্ষ থেকে তুমি তা পূর্ণ করো ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, মানত, দান-খয়রাত, হজ্জ ইত্যাদি যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে পূর্ণ করা হয়, তবে ইনশা আল্লাহ তা যথেষ্ট হবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিকহবিদদের এটাই সাধারণ মত ।
كتاب الأيمان والنذر
بَابُ: الرَّجُلِ يَمُوتُ وَعَلَيْهِ نَذْرٌ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ اسْتَفْتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ لَمْ تَقْضِهِ، قَالَ: «اقْضِهِ عَنْهَا» ، قَالَ مُحَمَّدٌ: مَا كَانَ مِنْ نَذْرٍ، أَوْ صَدَقَةٍ، أَوْ حَجٍّ قَضَاهَا عَنْهَا أَجْزَأَ ذَلِكَ إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى: وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ تَعَالَى
tahqiq

তাহকীক: