আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৪- শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৩৯
- শপথ ও মান্নতের অধ্যায়
শপথ ভঙ্গের সর্বনিম্ন কাফ্ফারা।
৭৩৯। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাযিঃ) শপথ ভংগের জরিমানা হিসাবে দশজন মিসকীনকে আহার করাতেন। তিনি প্রত্যেক মিসকীনকে এক মুদ্দ করে গম দিতেন। তিনি শপথকে সুদৃঢ় করার পর তা ভঙ্গ করলে একটি বাঁদী আযাদ করতেন।
كتاب الأيمان والنذر
كِتَابُ الأَيْمَانِ، وَالنُّذُورِ، وَأَدْنَى مَا يُجْزِئُ فِي كَفَّارَةِ الْيَمِينِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُكَفِّرُ عَنْ يَمِينِهِ بِإِطْعَامِ عَشَرَةِ مَسَاكِينَ، لِكُلِّ إِنْسانٍ مُدٌّ مِنْ حِنْطَةٍ، وَكَانَ يُعْتِقُ الْجَوَارِيَ إِذَا وَكَّدَ فِي الْيَمِينِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪০
- শপথ ও মান্নতের অধ্যায়
শপথ ভঙ্গের সর্বনিম্ন কাফ্ফারা।
৭৪০। সুলায়মান ইবনে ইয়াসার (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাহাবী ও তাবিঈদের দেখেছি, তারা শপথ ভঙ্গের কাফ্ফারা হিসাবে মিসকীনদের জনপ্রতি এক ক্ষুদ্রতর মুদ্দ অর্থাৎ নবীন প্রবর্তিত এক মুদ্দ করে গম দিতেন। তাদের মতে এটাই যথেষ্ট ছিল।
كتاب الأيمان والنذر
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَلْمَانَ بْنِ يَسَارٍ، قَالَ: أَدْرَكْتُ النَّاسَ وَهُمْ إِذَا أَعْطَوُا الْمَسَاكِينَ فِي كَفَّارَةِ الْيَمِينِ أَعْطَوْا مُدًّا مِنْ حِنْطَةٍ بِالْمُدِّ الأَصْغَرِ، وَرَأَوْا أَنَّ ذَلِكَ يُجْزِئُ عَنْهُمْ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪১
- শপথ ও মান্নতের অধ্যায়
শপথ ভঙ্গের সর্বনিম্ন কাফ্ফারা।
৭৪১ । আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, যে ব্যক্তি শপথ করলো, অতঃপর তা দৃঢ় করলো (পুনর্বার উচ্চারণ করলো), অতঃপর তা ভঙ্গ করলো, তাকে একটি গোলাম আযাদ করতে হবে অথবা দশজন মিসকীনকে পরিধেয় বস্ত্র দান করতে হবে। আর যে ব্যক্তি শপথ করলো, কিন্তু তা দৃঢ় করলো না, অতঃপর তা ভঙ্গ করলো, তাকে দশজন মিসকীনকে আহার করাতে হবে। প্রত্যেককে এক মুদ্দ (সোয়া চৌদ্দ ছটাক) করে গম দিতে হবে। যার এই সামর্থ্য নেই তাকে পরপর তিন দিন রোযা রাখতে হবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, দশজন মিসকীনকে সকাল ও সন্ধ্যায় আহার করাতে হবে অথবা মাথাপিছু অর্ধ সা (এক সের সাড়ে বারো ছটাক) গম অথবা এক সা' (সাড়ে তিন সের) খেজুর অথবা এক সা' বার্লি দিতে হবে।
كتاب الأيمان والنذر
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ: مَنْ حَلَفَ بِيَمِينٍ فَوَكَّدَهَا، ثُمَّ حَنَثَ، فَعَلَيْهِ عِتْقُ رَقَبَةٍ، أَوْ كِسْوَةُ عَشَرَةِ مَسَاكِينَ، وَمَنْ حَلَفَ بِيَمِينٍ، وَلَمْ يُؤَكِّدْهَا، فَحَنَثَ، فَعَلَيْهِ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ، لِكُلِّ مِسْكِينٍ مُدٌّ مِنْ حِنْطَةٍ، فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلاثَةِ أَيَّامٍ، قَالَ مُحَمَّدٌ: إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ غَدَاءً وَعَشَاءً، أَوْ نِصْفُ صَاعٍ مِنْ حِنْطَةٍ، أَوْ صَاعٌ مِنْ تَمْرٍ، أَوْ شَعِيرٍ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪২
- শপথ ও মান্নতের অধ্যায়
শপথ ভঙ্গের সর্বনিম্ন কাফ্ফারা।
৭৪২। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) তার দ্বাররক্ষী ইয়ারফাকে বললেন, হে ইয়ারফা! আমি বাইতুল মাল (সরকারী সম্পদ)-কে ইয়াতীমের মালের মতোই মনে করি। আমি যদি অর্থের মুখাপেক্ষী হয়ে পড়ি তাহলে এ থেকে গ্রহণ করি এবং হাতে সম্পদ এসে গেলে তা ফেরত দেই। কিন্তু আমি যদি এর মুখাপেক্ষী না হই, তাহলে তা গ্রহণ করা থেকে দূরে থাকি। মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর ন্যস্ত রয়েছে। অতএব তুমি যদি কখনো আমাকে শপথ করে তা ভংগ করতে দেখো, তাহলে আমার পক্ষ থেকে দশজন মিসকীনকে পাঁচ সা’ গম দিবে, তাদের প্রত্যেককে অর্ধ সা' (মূল পাঠে এক সা) করে দিবে।
كتاب الأيمان والنذر
قَالَ مُحَمَّدٌ أَخْبَرَنَا سَلامُ بْنُ سُلَيْمٍ الْحَنَفِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ السَّبِيعِيِّ، عَنْ يَرْفَأَ مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: يَا يَرْفَأُ، إِنِّي أَنْزَلْتُ مَالَ اللَّهِ مِنِّي بِمَنْزِلَةِ مَالِ الْيَتِيمِ، إِنِ احْتَجْتُ أَخَذْتُ مِنْهُ، فَإِذَا أَيْسَرْتُ رَدَدْتُهُ، وَإِنِ اسْتَغْنَيْتُ اسْتَعْفَفْتُ، وَإِنِّي قَدْ وُلِّيتُ مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ أَمْرًا عَظِيمًا، فَإِذَا أَنْتَ سَمِعْتَنِي أَحْلِفُ عَلَى يَمِينٍ، فَلَمْ أَمْضِهَا، فَأَطْعِمْ عَنِّي عَشَرَةَ مَسَاكِينَ خَمْسَةَ أَصْوُعٍ بُرٍّ، بَيْنَ كُلِّ مِسْكِينَيْنِ صَاعٌ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪৩
- শপথ ও মান্নতের অধ্যায়
শপথ ভঙ্গের সর্বনিম্ন কাফ্ফারা।
৭৪৩। ইয়াসার ইবনে নুমায়ের (রাহঃ) থেকে বর্ণিত। ইয়ারফা বলেন, উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) তাকে বললেন, জনগণের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর ন্যস্ত রয়েছে। যখন তুমি দেখতে পাবে যে, আমি কোন বিষয়ে শপথ করেছি, তখন আমার পক্ষ থেকে দশজন মিসকীনকে আহার করাবে। প্রত্যেক মিসকীনকে অর্ধ সা গম দিবে।
كتاب الأيمان والنذر
أَخْبَرَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ يَسَارِ بْنِ نُمَيْرٍ، عَنْ يَرْفَأَ غُلَامِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ عُمَرَ، قَالَ لَهُ: " إِنَّ عَلَيَّ أَمْرًا مِنْ أَمْرِ النَّاسِ جَسِيمًا، فَإِذَا رَأَيْتَنِي قَدْ حَلَفْتُ عَلَى شَيْءٍ، فَأَطْعِمْ عَنِّي عَشَرَةَ مَسَاكِينَ، كُلُّ مِسْكِينٍ نِصْفُ صَاعٍ مِنْ بُرٍّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪৪
- শপথ ও মান্নতের অধ্যায়
শপথ ভঙ্গের সর্বনিম্ন কাফ্ফারা।
৭৪৪। ইয়াসার ইবনে নুমায়ের (রাহঃ) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) শপথ ভঙ্গের কাফ্ফারা স্বরূপ দশজন মিসকীনকে মাথাপিছু অর্ধ সা' গম দেয়ার নির্দেশ দিয়েছেন।
كتاب الأيمان والنذر
أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورِ بْنِ الْمُعْتَمِرِ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، عَنْ يَسَارِ بْنِ نُمَيْرٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَمَرَ أَنْ يُكَفَّرَ عَنْ يَمِينِهِ بِنِصْفِ صَاعٍ لِكُلِّ مِسْكِينٍ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪৫
- শপথ ও মান্নতের অধ্যায়
শপথ ভঙ্গের সর্বনিম্ন কাফ্ফারা।
৭৪৫ । মুজাহিদ (রাহঃ) বলেন, প্রতিটি ক্ষেত্রে (শপথ, যিহার, রোযা ইত্যাদি) কাফ্ফারা হচ্ছে মিসকীনদের আহার করানো। প্রত্যেক মিসকীনকে অর্ধ সা খাবার (গম) দেয়া।**
كتاب الأيمان والنذر
أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: فِي كُلِّ شَيْءٍ مِنَ الْكَفَّارَاتِ فِيهِ إِطْعَامُ الْمَسَاكِينِ، نِصْفُ صَاعٍ لِكُلِّ مِسْكِينٍ
tahqiq

তাহকীক: