আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১০- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৭২
একদল লোক এক ব্যক্তিকে হত্যা করলে তার দিয়াত।
৬৭২ । সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। হযরত উমার (রাযিঃ) এক ব্যক্তিকে হত্যার কারণে পাঁচ অথবা সাত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দান করেন। তারা তাকে ধোঁকা দিয়ে হত্যা করেছিল। উমার (রাযিঃ) আরো বলেছেন, যদি গোটা সানআবাসী তাকে সম্মিলিতভাবে হত্যা করতো, তবে তার পরিবর্তে আমি এদের সকলকে মৃত্যুদণ্ড দান করতাম।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা উমার (রাযিঃ)-র কর্মপন্থা গ্রহণ করেছি। সাত অথবা ততোধিক ব্যক্তি যদি উদ্দেশ্যমূলকভাবে কোন ব্যক্তিকে ধোঁকা দিয়ে অথবা এমনিভাবে নিজেদের তরবারির আঘাতে হত্যা করে, তবে এদের সবাইকে এই হত্যার পরিবর্তে মৃত্যুদণ্ড দেয়া হবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং অধিকাংশ হানাফী ফিকহবিদের এটাই সাধারণ মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা উমার (রাযিঃ)-র কর্মপন্থা গ্রহণ করেছি। সাত অথবা ততোধিক ব্যক্তি যদি উদ্দেশ্যমূলকভাবে কোন ব্যক্তিকে ধোঁকা দিয়ে অথবা এমনিভাবে নিজেদের তরবারির আঘাতে হত্যা করে, তবে এদের সবাইকে এই হত্যার পরিবর্তে মৃত্যুদণ্ড দেয়া হবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং অধিকাংশ হানাফী ফিকহবিদের এটাই সাধারণ মত।
بَابُ: النَّفَرِ يَجْتَمِعُونَ عَلَى قَتْلِ وَاحِدٍ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، " قَتَلَ نَفَرًا، خَمْسَةً، أَوْ سَبْعَةً بِرَجُلٍ قَتَلُوهُ قَتْلَ غِيلَةٍ، وَقَالَ: لَوْ تَمَالأَ عَلَيْهِ أَهْلُ صَنْعَاءَ قَتَلْتُهُمْ بِهِ "، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، إِنْ قَتَلَ سَبْعَةٌ، أَوْ أَكْثَرُ مِنْ ذَلِكَ رَجُلا عَمْدًا قَتْلَ غِيلَةٍ، أَوْ غَيْرَ غِيلَةٍ ضَرَبُوهُ بِأَسْيَافِهِمْ حَتَّى قَتَلُوهُ قُتِلُوا بِهِ كُلُّهُمْ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّه

তাহকীক:
তাহকীক চলমান