আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৪৬
গুইসাপ খাওয়া সম্পর্কে।
৬৪৬। খালিদ ইবনুল ওয়ালীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ ﷺ -এর সাথে (তার খালা এবং) নবী ﷺ -এর স্ত্রী মায়মূনা (রাযিঃ)-র ঘরে প্রবেশ করেন। তাঁর সামনে গুইসাপের ভাজা গোশত পেশ করা হলো। তিনি গোশতের দিকে নিজের হাত বাড়ালেন। মায়মূনা (রাযিঃ)-র ঘরে উপস্থিত রাসূলুল্লাহ ﷺ -এর অপর স্ত্রীগণ বললেন, রাসূলুল্লাহ ﷺ যে গোশত খেতে যাচ্ছেন তার নাম বলে দাও। অতএব তারা বললেন, এটা গুইসাপ। তিনি নিজের হাত তুলে নিলেন। আমি (খালিদ) বললাম, এটা কি হারাম? তিনি বলেনঃ “না, তবে এটা আমাদের এলাকার জীব নয়। এজন্য তা খেতে আমার রুচি হয় না।” রাবী বলেন, আমি গোশতের পাত্র নিজের দিকে টেনে নিয়ে তা খেলাম। আর রাসূলুল্লাহ ﷺ তা দেখলেন।
بَابُ: أَكْلِ الضَّبِّ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ خَالِدِ بْنِ الْوَلِيدِ بْنِ الْمُغِيرَةِ، أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُتِيَ بِضَبٍّ مَحْنُوذٍ فَأَهْوَى إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، فَقَالَ بَعْضُ النِّسْوَةِ اللاتِي كُنَّ فِي بَيْتِ مَيْمُونَةَ: أَخبِرُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا يُرِيدُ أَنْ يَأْكُلَ مِنْهُ، فَقُلْنَ: هُوَ ضَبٌّ، فَرَفَعَ يَدَهُ، فَقُلْتُ: أَحَرَامٌ هُوَ؟ قَالَ: «لا، وَلَكِنَّهُ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي، فَأَجِدُنِي أَعَافُهُ» ، قَالَ: فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬৪৭
গুইসাপ খাওয়া সম্পর্কে।
৬৪৭। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ -কে ডাক দিয়ে বললো, হে আল্লাহর রাসূল! গুইসাপের গোশত সম্পর্কে আপনার কি অভিমত? তিনি বলেনঃ “আমি নিজে তা খাই না এবং তা হারামও মনে করি না।”
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, গুইসাপের গোশত খাওয়া সম্পর্কে অনেক মতভেদ আছে। তবে আমাদের মতে তা খাওয়া উচিত নয়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, গুইসাপের গোশত খাওয়া সম্পর্কে অনেক মতভেদ আছে। তবে আমাদের মতে তা খাওয়া উচিত নয়।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: نَادَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ تَرَى فِي أَكْلِ الضَّبِّ؟ قَالَ: «لَسْتُ بِآكِلِهِ، وَلا مُحَرِّمِهِ» ، قَالَ مُحَمَّدٌ: قَدْ جَاءَ فِي أَكْلِهِ اخْتِلَافٌ، فَأَمَّا نَحْنُ، فَلا نَرَى أَنْ يُؤْكَلَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬৪৮
গুইসাপ খাওয়া সম্পর্কে।
৬৪৮। আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তাকে গুইসাপের গোশত উপঢৌকন দেয়া হলো। রাসূলুল্লাহ ﷺ সালমান তার কাছে এলেন। তিনি তা খাওয়ার ব্যাপারে তাঁর কাছে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ ﷺ তা খেতে তাকে নিষেধ করলেন। ইতিমধ্যে এক ভিখারিনী (তাহাবীর বর্ণনায় ভিখারী) আসলো। তিনি তা ভিখারিনীকে খাওয়ানোর ইচ্ছা করলেন। তখন রাসূলুল্লাহ ﷺ তাকে বলেনঃ “তোমরা নিজেরা যা খাও না তা তাকে খাওয়াতে চাও?”
أَخْبَرَنَا أَبُو حَنِيفَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، عَنْ عَائِشَةَ، أَنَّهُ «أُهْدِيَ لَهَا ضَبٌّ، فَأَتَاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَتْهُ عَنْ أَكْلِهِ فَنَهَاهَا عَنْهُ» ، فَجَاءَتْ سَائِلَةٌ فَأَرَادَتْ أَنْ تُطْعِمَهَا إِيَّاهُ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتُطْعِمِينَهَا مِمَّا لا تَأْكُلِينَ؟»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬৪৯
গুইসাপ খাওয়া সম্পর্কে।
৬৪৯। আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি গুইসাপ ও হায়েনার গোশত খেতে নিষেধ করেছেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের মতে তা না খাওয়াই উত্তম। ইমাম আবু হানীফারও এই মত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের মতে তা না খাওয়াই উত্তম। ইমাম আবু হানীফারও এই মত ।
أَخْبَرَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ عَبَّاسٍ الْهَمْدَانِيِّ، عَنْ عَزِيزِ بْنِ مَرْثَدٍ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ، أَنَّهُ «نَهَى عَنْ أَكْلِ الضَّبِّ وَالضَّبُعِ» ، قَالَ مُحَمَّدٌ: فَتَرْكُهُ أَحَبُّ إِلَيْنَا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى

তাহকীক:
তাহকীক চলমান